Amazon Prime Day সেলে দুর্দান্ত অফারে স্মার্টফোন কেনার সুযোগ, দেখুন কোন কোন স্মার্টফোন পাওয়া যাচ্ছে সস্তায়

অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৩

Amazon Prime Day Sale 2023-এর জন্য সবাই অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। এখন এটি শুরু হয়ে গিয়েছে। এই সেলে গ্রাহকদের খুব কম দামে গ্যাজেট, ইলেকট্রনিক্স, অ্যাকসেসরিজ কেনার সুযোগ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই বিশেষভাবে অপেক্ষা করছিলেন কবে থেকে এই সেল শুরু হবে যাতে কম দামে ফোন কেনা যায়। আপনিও যদি নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাহলে আমরা আপনার জন্য এমন অনেক অফারের বিবরণ নিয়ে এসেছি, যাতে আপনি খুবই সস্তায় Realme, OnePlus, Samsung এর মতো ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Amazon Prime Day Sale অফার

Samsung Galaxy M34 5G ফোন: এই ফোনটিকে Amazon সেলে মাত্র 18,999 টাকায় বিক্রি করা হচ্ছে। Samsung Galaxy M34 5G ফোনে কোম্পানির নিজস্ব Exynos 1280 প্রসেসর রয়েছে, যা 6GB/8GB RAM এর সাথে পেয়ার করা হয়েছে। ফোনটিতে 50-মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। সেলফির জন্য ফোনটির সামনে একটি 13-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।

OnePlus Nord 3 5G স্মার্টফোন: Amazon prime Day সেলে 33,999 টাকায় উপলব্ধ করা হয়েছে এই ফোনটিকে। এই স্মার্টফোনটিতে 6.74-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এবং এটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করে। OnePlus Nord 3 ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Realme Narzo 60 ফোন: এই ফোনটিকে এই সেল থেকে মাত্র 17,999 টাকায় কেনা যাবে। তবে কুপন ডিসকাউন্ট প্রয়োগ করে ফোনে 1,000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফোনটিতে 6.43-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6020 চিপসেট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি।

Realme Narzo 60 Pro স্মার্টফোন: এই ফোনটি 23,999 টাকায় উপলব্ধ রয়েছে। পারফরমান্সের জন্য এতে MediaTek Dimensity 7050 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড ডিসপ্লে রয়েছে। এই 5G ফোনে 64-মেগাপিক্সেল যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। সেলফির জন্য পেয়ে যাবেন একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি রয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version