ভারতের বাজারে এলো Apple iMac, 10th জেনারেশন ইন্টেল প্রসেসরের সাথে।
Apple iMac Laptop- বিখ্যাত টেকনোলজি কোম্পানি Apple তাদের নতুন 27 ইঞ্চির iMac লঞ্চ করে করছে। এতে পাওয়া যাবে অত্যন্ত দ্রুত পারফরম্যান্স, স্পিকার, মাইক, SSD স্টোরেজ, রেটিনা 5K ডিসপ্লে এবং হাই রেজুলসন ক্যামেরা।
নতুন Apple iMac ডিভাইসে দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত কার্যশীল ইন্টেল 10 কোর প্রসেসর, মেমোরি ক্যাপাসিটি, AMD গ্রাফিক্স কার্ড এবং সুপারফাস্ট SSD স্টোরেজ।
আরও পড়ুনঃ আমেরিকারন কোম্পানি AVITA ভারতে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ AVITA Liber V, দেখেনিন ফিচার।
Apple iMac ফিচারঃ
এই নতুন 27 ইঞ্চির iMac ল্যাপটপে দেওয়া হয়েছে 6 এবং 8 কোরের 10th জেনারেশন ইন্টেল প্রসেসর, যার ফলে এর গতি অত্যন্ত দ্রুত হয়ে যাবে। এছাড়াও যারা আরো ভালো প্রসেসার নিতে চান তাদের জন্যও একটি ইন্টেল 10 কোর প্রসেসর ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে।
এর CPU পারফরম্যান্স বাড়ানোর জন্য এই ল্যাপটপ এ টার্বো বুস্ট 5.0 গিগাহার্টজ টেকনোলজি দেওয়া হয়েছে, যা এর পারফরম্যান্স 65 শতাংশ বৃদ্ধি করতে সক্ষম।
অ্যাপেলের এই নতুন ল্যাপটপে AMD এর Radeon Pro 5000 গ্রাফিক্স কার্ড দেওয়া রয়েছে, যা 55 শতাংশ দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্স দেবে। এই গ্রাফিক্স অত্যন্ত দ্রুত কাজ করে এবং অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট প্রদান করে। এর জন্য বিদ্যুতের খরচ কম হবে এবং তাড়াতাড়ি বিভিন্ন ধরনের ভিডিও রেন্ডারিং ও এডিটিং করতে পারবেন। এই ল্যাপটপ এ বিভিন্ন ধরনের বড় গেম খেলতে পারবেন কোন সমস্যা ছাড়ায়।
Apple iMac ল্যাপটপে কিছু মেমোরি ইনটেনসিভ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এর ডাবল মেমোরি ক্যাপাসিটি রয়েছে, যা 128GB পর্যন্ত এর মেমরি বৃদ্ধি করা যাবে। এছাড়াও এই ল্যাপটপে Apple T2 সিকিউরিটি চিপসেট রয়েছে, যা কোম্পানির নিজস্ব কাস্টম ডিজাইন্ড সেকেন্ড জেনারেশন সিলিকন চিপসেট।
Apple iMac এর দামঃ
নতুন এই Apple ম্যাক ল্যাপটপের দাম 1,69,990 টাকা থেকে শুরু।
কোম্পানি এই ল্যাপটপটির সাথে আরও একটি 21.5 ইঞ্চির iMac বাজারে নিয়ে এসেছে যাতে স্ট্যান্ডার্ড SSD সার্ভিস পাওয়া যাবে। এই 21.5 ইঞ্চির iMac ল্যাপটপের দাম 99,990 টাকা। এদিকে Apple iMac Pro ল্যাপটপের দাম রাখা হয়েছে 4,64,900 টাকা। এই মাসের শেষের দিকে এই ল্যাপটপের বিক্রি শুরু করবে কোম্পানি।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।