BikeKTMOffer ZoneTech BanglaTech NewsTech News Indiaটেকনোলজি নিউজবাংলা খবরবাংলা টেক নিউজ

Bajaj ও KTM-এর সম্পর্ক দশ বছর পূর্তি হল, এই উপলক্ষ্যে স্পেশাল অফারের ঘোষণা

অটো কোম্পানি বাজাজ এর সাথে যৌথভাবে অস্ট্রিয়ার কোম্পানি কেটিএম ব্যবসা পরিচালনা ভারতে দশ পূর্ণ হল। এই উপলক্ষে স্পেশাল অফারের ঘোষণা করেছে KTM ।

KTM
KTM

আরও পড়ুনঃ itel A48 স্মার্টফোন লঞ্চ হল ভারতে, ফোনটির দাম খুবই কম

2012 সালে KTM Duke 200 মডেল বাইকের লঞ্চের মাধ্যমে ভারতে আত্মপ্রকাশ করেছিল কেটিএম। অর্থাৎ কেটিএম 2012 সালে ডিউক 200 এর সাথে ভারতীয় টু-হুইলার সেগমেন্টে প্রবেশ করেছিল এবং এখানকার অন্যতম সফল প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডে পরিণত হয়েছে।

এখনও পর্যন্ত KTM-এর পোর্টফোলিওতে বাইকের সংখ্যা হয়েছে এগারো। বর্তমানে কেটিএম-এর কাছে 125cc থেকে শুরু করে 390cc এবং সব ইঞ্জিন ক্যাপাসিটির বাইক উপলব্ধ রয়েছে রয়েছে। এছাড়াও স্ট্রিট, ন্যাকেডের সাথে সাথে রয়েছে স্পোর্টস বাইকের সম্ভার।

কেটিএম কোম্পানি ভারতে এক দশক পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ অফারের ঘোষণা করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে অফারগুলি সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। তাই যারা এই মুহূর্তে কেটিএম বাইকের কেনার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ।

KTM অফারের ঘোষণা

  1. 1 বছরের জন্য রোড সাইড অ্যাসিট্যান্স পাওয়া যাবে একদম বিনামূল্যে।
  2. 2 বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টির সাথে পেয়ে যাবেন 3 বছরের এক্সটেন্ডেড ওয়্যারেন্টি সম্পূর্ণ বিনামুল্যে।
  3. কেটিএম প্রো এক্সপেরিয়েন্সের উপর পাওয়া যাবে 50% ডিসকাউন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close