লাইভ IPL 2020 দেখার জন্য জিও নিয়ে এসেছে ৫টি দুর্দান্ত প্রিপেড প্ল্যান।
জিও ইউজারদের জন্য একের পর এক সস্তা নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এবার জিও টেলিকম কোম্পানি IPL প্রেমীদের জন্য নতুন ৫টি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই রিচার্জপ্ল্যানে বিনামুল্যে দেখা যাবে IPL 2020 লাইভ।
আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হয়েছে Poco M2 Smartphone, দেখেনিন দাম ও ফিচার।
Jio Cricket Pack
জিও নিয়ে এসেছে Jio Cricket Plan, এতে ইন্টারনেট ডেটা, ভয়েস কল সহ ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে। Disney+ Hotstar থেকে বিনামূল্যে IPL 2020 গুলির ম্যাচ লাইভ দেখতে পাওয়া যাবে। ৪০১, ৪৯৯, ৫৯৮, ৭৭৭, ও ২৫৯৯ টাকার ৫টি ক্রিকেট প্যাক চালু করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকগুলিতে কি কি সুবিধা দিচ্ছে কোম্পানি।
৪০১ টাকার রিচার্জ প্ল্যান
Jio Cricket Pack এর প্রথম প্ল্যানটি শুরু ৪০১ টাকা থেকে। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সাথে ৬জিবি অ্যাডিশনাল ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট ৯০জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। অন্য নেটওয়ার্ক-এ কল করার জন্য পাওয়া যাবে ১০০০ FUP মিনিট। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস করা যাবে। এই প্ল্যানের মিয়াদ ২৮ দিন। এই প্ল্যানে কোম্পানি ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে দিচ্ছে।
৪৯৯ টাকার প্ল্যান
Jio Cricket Pack এর দ্বিতীয় প্ল্যানটি হল ৪৯৯ টাকার। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা বেবহার করা যাবে। এই প্ল্যানে মোট ৮৪জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। এই প্ল্যানে কল ও এসএমএস এর কোন সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানের মিয়াদ ৫৬ দিন। এই প্ল্যানেও কোম্পানি ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে দিচ্ছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
৫৯৮ টাকার প্ল্যান
৫৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ১১২জিবি ডেটা পাওয়া যাবে। অন্য নেটওয়ার্ক-এ কল করার জন্য পাওয়া যাবে ২০০০ FUP মিনিট। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস করা যাবে। এই প্ল্যানের মিয়াদ ৫৬ দিন। এই প্ল্যানে কোম্পানি ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে দিচ্ছে।
৭৭৭ টাকার প্ল্যান
কোম্পানি ৭৭৭ টাকার এই প্ল্যানে দিচ্ছে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সাথে ৫জিবি অ্যাডিশনাল ইন্টারনেট ডেটা। অর্থাৎ এই প্ল্যানে মোট ১৩১জিবি ডেটা পাওয়া যাবে। অন্য নেটওয়ার্ক-এ কল করার জন্য পেয়ে যাবে ৩০০০ FUP মিনিট। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস করতে পারবেন। এই প্ল্যানের মিয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে কোম্পানি ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে দিচ্ছে।
২৫৯৯ টাকার প্ল্যান
এটি জিও ক্রিকেট প্যাকের সব চেয়ে দামি প্ল্যান। এই প্ল্যানের মিয়াদ ৩৬৫দিন (১ বছর)। এই ক্রিকেট প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা সাথে ১০জিবি অ্যাডিশনাল ডেটা। অর্থাৎ এই প্ল্যানে মোট ৭৪০জিবি ডেটা পাওয়া যাবে। অন্য নেটওয়ার্ক-এ কল করার জন্য পেয়ে যাবে ১২,০০০ FUP মিনিট। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস করতে পারবেন। এই প্ল্যানে কোম্পানি ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন বিনামুল্যে দিচ্ছে।
Plans | Validity | Internet Data | Calling | SMS | Disney+ Hotstar |
401 | 28 Days | 3GB per Day+6GB (90GB) | Jio To Jio Unlimited (Other- 1000 FUP Minutes) | 100 per Day | 1 Years |
499 | 56 Days | 1.5GB per Day | N/A | N/A | 1 Years |
598 | 56 Days | 2GB per Day | Jio To Jio Unlimited (Other- 2000 FUP Minutes) | 100 per Day | 1 Years |
777 | 84 Days | 1.5GB per Day+5GB (131GB) | Jio To Jio Unlimited (Other- 3000 FUP Minutes) | 100 per Day | 1 Years |
2599 | 365 Days | 3GB per Day+10GB (740GB) | Jio To Jio Unlimited (Other- 12,000 FUP Minutes) | 100 per Day | 1 Years |