Amazon Big Indian Festival সেলে পাওয়া যাবে iPhone 11 স্মার্টফোনের উপরে বিগ ডিস্কাউন্ট অফার।
গ্রাহকরা খুবই কম দামে Amazon “Great Indian Festival” সেল থেকে কিনতে পারবে Apple iPhone 11 স্মার্টফোন। যারা অ্যাপেল আইফোন ১১ কেনার কথা ভাবছেন তারা একটু অপেক্ষা করুন। খুবই সস্তায় কিনতে পারবেন এই ফোনটিকে। Amazon “Great Indian Festival” শুরু হচ্ছে আগামী ১৭ই অক্টোবর থেকে। কিন্তু অ্যামাজন প্রাইম মেম্বাররা একদিন আগেই এই সেলের সুবিধা উপভোগ করতে পারবেন।
অ্যামাজন ইন্ডিয়ায় প্রকাশিত একটি টিজার পোস্টারে দেখা গেছে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল চলাকালীন Apple iPhone 11 এর দাম ৫০,০০০ টাকার নিচে থাকবে। তবে এই পোস্টারে iPhone 11 মূল্য ঠিক কত হবে তা পরিস্কার করে উল্লেখ করা হয়নি। কিন্তু পোস্টারটিতে প্রাইস ট্যাগ লেখা হয়েছে “4_,999 টাকা”। এই থেকে বোঝা যাচ্ছে অ্যামাজন অ্যাপেল আইফোন-এর উপরে দিবে বিগ ডিস্কাউন্ট অফার।
আরও পড়ুনঃ ৩৫১ টাকার নতুন ইন্টারনেট ডেটা প্ল্যান নিয়ে এসেছে Vodafone Idea (Vi).
Apple iPhone 11
বর্তমানে, অ্যামাজনে প্লাটফর্মে iPhone 11 এর ৬৪জিবি ভেরিয়েন্টের দাম ৬৬,৩০০ টাকা এবং ১২৮জিবি ভেরিয়েন্টের দাম ৭১,৬০০ টাকা। তাই যারা এই ফোন কেনার কথা ভাবছেন তারা কিছুটা সময় অপেক্ষা করতে পারেন। অ্যামাজন এই ফোনের উপরে ব্যাংক অফারও দিতে পারে।
Apple iPhone 11 এর মধ্যে রয়েছে ৬.১ ইঞ্চির লিকুইড রেটিনা এইচডি এলসিডি ডিসপ্লে। এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। ফোনটিকে আপনারা কালো, সাদা, লাল, পারপেল, সবুজ ও হলুদ রঙে কিনতে পারবেন।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ফোনটির মধ্যে ডুয়েল ১২মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ১২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে A13 Bionic Chip প্রসেসর এবং iOS 13 অপারেটিং সিস্টেম রয়েছে। ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটির ওজন ১৯৪ গ্রাম।