ভারতের বাজারে আসতে চলেছে বড় স্ক্রীনের Redmi Smart TV X সিরিজ।
Smart TV- Xiaomi কোম্পানি ভারতে বাজারে ইতিমধ্যেই Mi সিরিজের একাধিক টিভি লঞ্চ নিয়ে এসেছে। ভারতীয় বাজারে স্মার্ট টিভি মার্কেটে Xiaomi কোম্পানির Mi প্রথম তিনটি ব্র্যান্ডের মধ্যে একটি।
এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার Xiaomi কোম্পানি Redmi TV সিরিজকেও ভারতে আনার পরিকল্পনা নিয়েছে। ভারতের বাজারে মার্চ মাসে Xiaomi কোম্পানি Mi সিরিজের তিনটি স্ক্রিন সাইজে রেডমি টিভি লঞ্চ করতে পারে।
আরও পড়ুনঃ 5000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসতে পারে Samsung Galaxy A72 স্মার্টফোন।
জানিয়ে রাখি যে, গতবছর চীনে Redmi X সিরিজের 50 ইঞ্চি, 55 ইঞ্চি, ও 65 ইঞ্চির তিনটি টিভি তারা লঞ্চ করেছিল। মনে করা হচ্ছে যে, এই টিভিগুলিকেই এবার ভারতের বাজারে আনা হবে।
টিপ্সটার Mukul Sharma টুইট করে জানিয়েছেন, Xiaomi কোম্পানি ভারতে মার্চে তাদের তিনটি Redmi Smart TV X টিভি সিরিজ লঞ্চ করবে। এই টিভিগুলির দাম খুব বেশি হবে।
Xiaomi কোম্পানি চীনের বাজারে যে Redmi X সিরিজের টিভিগুলিকে লঞ্চ করেছে সেগুলির দাম শুরু হয়েছে 1,999 ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22500 টাকার মত। ভারতের বাজারেও যদি এই দামে স্মার্টটিভিগুলি আসে তাহলেও অনেক সস্তা হবে অন্যান্য কোম্পানি থেকে।
আরও পড়ুনঃ কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে হাজির Poco M3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
এই স্মার্টটিভিগুলি MEMC (মোশন এস্টিমেশান মোশন কম্বাশন) টেকনোলজি সহ নিয়ে আসা হয়েছে। Redmi Smart TV X সিরিজের টিভিগুলি তিনটি সাইজে উপলব্ধ রয়েছে, যেগুলি হল 50 ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি। এদের স্ক্রিন টু রেশিও 97 শতাংশ।
এই টিভিগুলির মধ্যে 8 ইউনিট সাবউফার সিস্টেমের সাথে 12.5 ওয়াট স্পিকার রয়েছে। এতে 2GB RAM ও 32GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
আরও পড়ুনঃ কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে হাজির Poco M3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।