ব্ল্যাকভিউ কোম্পানি একটি নতুন ট্যাবলেট নিয়ে এসেছে যা কোম্পানি Blackview Tab 18 নামে লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি MediaTek Helio G99 চিপসেট সহ বাজারে এসেছে। এতে রয়েছে ১২ ইঞ্চির 2.4K ডিসপ্লে। ট্যাবটিতে ১২জিবির একটি RAM দিয়েছে। এছাড়া এতে রয়েছে 33W ফাস্ট চার্জিং ফিচার। আসুন এর দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Blackview Tab 18-এর দাম $199.99 (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬০০ টাকার মত) রাখা হয়েছে। এটিকে ফিরোজা সবুজ, স্পেস গ্রে এবং গ্লেসিয়ার ব্লু রঙে পাওয়া যাবে। এই Android ট্যাবলেটটি ১১ই নভেম্বর লঞ্চ হওয়ার পরে কেনার জন্য উপলব্ধ হবে। এটি AliExpress অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে ক্রয় করা যাবে।
আরও পড়ুনঃ
-
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
-
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
Blackview Tab 18 ফিচার
- Tab 18 ট্যাবে একটি ১২-ইঞ্চির 2.4K ডিসপ্লে রয়েছে যা WideVine L1 সাপোর্ট করে। এর মানে হল যে কন্টেন্ট হাই রেজোলিউশনে দেখা যাবে এবং OTT কন্টেন্টও ভালো মানের দেখা যাবে।
- এটি নেটফ্লিক্স, হুলু, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টারের মতো অ্যাপ সাপোর্ট করবে।
- এই ডিভাইসটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে কোম্পানি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করেছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে ৮৮০০এমএএইচ এর একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে কোম্পানি 33W ফাস্ট চার্জার দেওয়ার কথা বলেছে।
- ট্যাবলেটটিতে রয়েছে ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে এর স্টোরেজ আরও 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
- সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য, এতে আছে হারমান কার্ডন স্পিকার যা AudioEFX 2.0 টিউনিং সহ এসেছে।
- ক্যামেরার কথা বলতে গেলে, ট্যাবলেটটিতে ৮ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। এটির সাথে S Pen Gen 2 সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ