Child Blue Aadhaar- শিশুদের জন্য ব্লু আধার কার্ড চালু করেছে কেন্দ্র সরকার, মিয়াদ পাঁচ বছর
কেন্দ্র সরকার পাঁচ বছর বৈধতা সম্পন্ন ব্লু আধার কার্ড নিয়ে এসেছে
Child Blue Aadhaar- শিশুদের জন্য ‘নীল’ আধার! এটি পাঁচ বছরের জন্য বৈধ থাকবে, কীভাবে আবেদন করবেন জেনেনিন। ‘ব্লু আধার কার্ড’, পাঁচ বছরের কম বয়সীদের জন্য একটি বিশেষ পরিচয়পত্র, যা কেন্দ্র সরকার নিয়ে এসেছে। এই আধার কার্ডের নীল রঙের কারণে পরিচয়পত্রের এই বিশেষ নাম হয়েছে।
প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থেকে শুরু করে, প্রতিটি দেশবাসীর জীবনে অনন্য 12 সংখ্যার আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ভারতীয়দের জন্য, আধার শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, এটি নাগরিক হওয়ার প্রমাণ হিসাবে প্রমাণপত্র। তবে 2018 সাল থেকে কেন্দ্র সরকার পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যও আধার কার্ড চালু করেছে। শিশুদের জন্য সেই আধার কার্ডের নাম ‘ব্লু আধার কার্ড’।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।
‘ব্লু আধার কার্ড’ পাঁচ বছরের কম বয়সীদের জন্য একটি বিশেষ পরিচয়পত্র চালু করা হয়েছে। আধার কার্ডের নীল রঙের কারণে পরিচয়পত্রের এই বিশেষ নাম হয়েছে। কিন্তু ‘ব্লু আধার কার্ড’ প্রাপ্তবয়স্কদের আধার কার্ড থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ আধার কার্ডের জন্য, গ্রাহকদের কাছ থেকে ‘বায়োমেট্রিক’ (আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান) ডেটা সংগ্রহ করা হয়। কিন্তু ছোট শিশুদের থেকে বায়োমেট্রিক্স সংগ্রহ করা কঠিন। আর সেই কারণেই নীল আধার কার্ডের জন্য শিশুদের কাছ থেকে এই ধরনের কোনও তথ্য সংগ্রহ করার প্রয়োজন পড়ে না।
বায়োমেট্রিক তথ্যের পরিবর্তে, সেই শিশুদের ইউআইডি (ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর) তাদের জনসংখ্যার তথ্য এবং তাদের পিতামাতার যেকোন একজনের ছবির উপর ভিত্তি করে তৈরি করে থাকে। যে পিতামাতারা তাদের সন্তানের জন্য একটি নীল আধার কার্ড পেতে চান তাদের প্রথমে নিকটতম আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আধার সেবা কেন্দ্রের তালিকা আধার ওয়েবসাইট uidai.gov.in থেকে পাওয়া যাবে। সন্তানের আধার কার্ড তৈরি করতে যাওয়ার সময় আপনার সাথে কিছু প্রয়োজনীয় নথি রাখা গুরুত্বপূর্ণ।
প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে সন্তানের জন্ম তারিখের প্রমাণ (যেমন, জন্ম সার্টিফিকেট, পোলিও টিকা কার্ড) এবং পিতামাতার পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র (যেমন, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড)। সাথে শিশুর সাম্প্রতিক ছবি রাখতে হবে। এর পরে, অভিভাবকদের আধার সেবা কেন্দ্র দ্বারা পূরণ করার জন্য একটি ফর্ম দেওয়া হবে। কিন্তু আপনি চাইলে এই ফর্ম আধার ওয়েবসাইট থেকে আগেই ডাউনলোড করে ফিলাপ করে রাখতে পারেন। ফরম পূরণের পর বাবা-মাকে সন্তানের সঙ্গে ছবি তুলতে হবে। ছবি তোলার পর নথিপত্র ও ফরম ওই এনরোলমেন্ট সেন্টারের অফিসারের কাছে দিতে হবে। এর পরে, আধার সেবা কেন্দ্রের দ্বারা সন্তানের পিতামাতাকে একটি রসিদ দেওয়া হবে। এই রসিদ নম্বরের সাহায্যে, বাচ্চার ব্লু আধার তৈরির প্রক্রিয়া কতটা এগিয়েছে, আপনি আধার ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
শিশুদের এই কার্ড তৈরির জন্য কোনো খরচ লাগে না। কিন্তু নীল আধার কার্ড শিশুর বয়স 5 বছর না হওয়া পর্যন্ত বৈধ। একবার শিশুর বয়স পাঁচ বছর পার হয়ে গেলে, আধার কার্ডটিকে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। যার জন্য বাচ্চার আঙ্গুলের ছাপ ও চোখের স্ক্যান করা হবে। সাথে ফটো তোলা হবে।
আরও পড়ুনঃ
Samsung Galaxy A55 দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে
Noise ColorFit Macro স্মার্টওয়াচটি মাত্র 1399 টাকা বাজারে হাজির হয়েছে