boAtGadgetslatest techlatest tech newslatest technology newsSmart RingTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Boat Smart Ring: Boat আনতে চলেছে স্মার্টওয়াচের মত Smart Ring, রয়েছে আকর্ষণীয় ফিচার

Boat Smart Ring

Boat হল ভারতের অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি। Boat কোম্পানির হেডফোন ও স্মার্টওয়াচ খুবই কম সময়ের মধ্যেই ভারতীয় বাজারে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। এবার ভারতের বাজারে তাদের এক নতুন প্রোডাক্ট স্মার্ট রিং (Boat Smart Ring) লঞ্চ করতে চলেছে। এটি একটি স্মার্ট ডিভাইস।

boat smart ring

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

এই স্মার্ট রিং হল বোটের এই সেগমেন্টে প্রথম প্রোডাক্ট। এই স্মার্ট রিং আঙুলে পরতে হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা যাবে। এই রিং-এ স্মার্টওয়াচের মত সমস্ত ফিচার দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই স্মার্ট রিং সম্পর্কে বিস্তারিত তথ্য।

Boat Smart Ring-এর দাম এবং কবে লঞ্চ হবে সেই তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে যে, এই ডিভাইসটিকে ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বোটের নিজস্ব অনলাইন স্টোর-সহ আরও অনেক ই-কমার্স সাইটে বিক্রি হবে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Boat Smart Ring ফিচার

এই রিংটি সেরামিক এবং ধাতু দিয়ে বানানো। এই স্মার্ট রিং-এর মধ্যে আপনি পেয়ে যাবেন হার্ট রেট মনিটরিং ফিচার, SpO2 ট্র্যাকিং ফিচার এবং স্লিপ ট্র্যাকিং ফিচার ইত্যাদি। এছাড়াও শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করার জন্য এই রিংটিতে দেওয়া হয়েছে একটি টেম্পারেচার সেন্সর। এতে স্টেপ ট্র্যাকিংয়ের মতো ফিচারও যুক্ত করা হয়েছে, যা আধুনিক স্মার্টওয়াচে দেওয়া থাকে।

মহিলাদের জন্য Boat Smart Ring-এ একটি বিশেষ ফিচারও দেওয়া হয়েছে। মহিলারা এর মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে পারবেন। এতি 5 ATM চাপে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সোয়েট-রেজিস্ট্যান্ট বা ঘাম-প্রতিরোধী। এর ফলে এই রিং পরে খুব সহজেই সাঁতার কাটা কিংবা অন্যান্য কাজ করা সম্ভব যাবে।

আপনাদের জানিয়ে রাখি যে, ফিটনেস ট্র্যাকিং এবং পেমেন্টের জন্য Oura রিং এবং McClear রিং ইত্যাদি ইতিমধ্যেই বাজারে রয়েছে। এবার Boat-এর মতো কোম্পানি এই সেগমেন্টের ডিভাইস তৈরি করলে এর দাম কিছুটা হলেও কম হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button