আরও পড়ুনঃ Fire Boltt Rocket স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
boAT Rockerz 378-এ আপনি পেয়ে যাবেন 3D স্পেশিয়াল বায়োনিক সাউন্ড, 25 ঘণ্টার ব্যাটারি লাইফ এবং 200mAh ব্যাটারি। এই স্মার্ট নেকব্যান্ডটিকে একাধিক কালার অপশনে আনা হয়েছে। নেকব্যান্ডটিকে ব্ল্যাক, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং লাল কালারে পাওয়া যাবে। এই ডিভাইসটিকে boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজ়ন থেকে ক্রয় করা যাবে।
boAt Rockerz 378 নেকব্যান্ডটিকে ভারতে লঞ্চ করা হয়েছে 1,299 টাকায়। boAt-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজ়ন থেকেও ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
boAt Rockerz 378 এর ফিচার
এই নেকব্যান্ডে আপনি পেয়ে যাবেন 10mm ডায়নামিক ড্রাইভার ও 3D স্পেসিয়াল বায়োনিক সাউন্ড, যা দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির জন্য THX দ্বারা টিউন করা হয়েছে। অ্যাকাউস্টিক টেকনোলজি 3D Spatial Bionic Sound 3-ডাইমেনশনাল রিয়্যালিস্টিক অডিও এবং পজ়িশনাল অ্যাকিওরেসি দিতে পারবে যা কোম্পানি দাবী করে।
ডিভাইসটি 65ms পর্যন্ত অডিও ল্যাটেন্সি কমাতে সক্ষম। আবার এতে রয়েছে ইয়ারবাডটি কোম্পানির ‘সিগনেচার সাউন্ড’ ফিচার।
Rockerz 378 নেকব্যান্ডে দেওয়া হয়েছে 200mAh-এর দুর্দান্ত ব্যাটারি। মাত্র 10 মিনিটের চার্জে এটি 25 ঘণ্টার ব্যাটারি লাইফ প্রদান করবে, আবার 15 ঘণ্টার প্লেব্যাক টাইম দেবে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার জন্য এই ডিভাইসটি মাত্র আধ ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে।
কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে Bluetooth V5.1 ভার্সন, যা ফাস্টার কানেক্টিভিটি সাপোর্ট করে। ওয়াটার ও সোয়্যেট রেজ়িস্ট্যান্সের জন্য boAT Rockerz 378 নেকব্যান্ডটি IPX5 রেটিং প্রাপ্ত সহ বাজারে এসেছে।