boAt Wave Electra ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল, দাম 1800 টাকারও কম

boAt কোম্পানি ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন boAt Wave Electra স্মার্টওয়াচ । এটি কোম্পানির ওয়েভ সিরিজের নতুন স্মার্টওয়াচ। বাজেট রেঞ্জে স্মার্টওয়াচটি বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্টওয়াচ, যেমন Amazfit Pop 2, Noise Colorfit Loop ইত্যাদি ঘড়ির সঙ্গে পাল্লা দিবে বলে আশা করা হচ্ছে।

 
boAt Wave Electra Smartwatch

 

এর মধ্যে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং বিভিন্ন স্পোর্টস মোড। কোম্পানির দাবী অনুযায়ী ঘড়িটি একক চার্জে সাত দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Wave Electra স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
 
এই স্মার্টওয়াচটিকে তিনটি কালারে নিয়ে আসা হয়েছে, যেগুলি হল ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক। boAt Wave Electra স্মার্টওয়াচের দাম 1799 টাকা রয়েছে। 24 শে ডিসেম্বর ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ঘড়িটির বিক্রি শুরু হবে। 
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

boAt Wave Electra স্মার্টওয়াচ ফিচার

এই বোট ওয়েভ ইলেক্ট্রা স্মার্টওয়াচে পেয়ে যাবেন 1.81 ইঞ্চির এইচডি ডিসপ্লে, যা 550 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ঘড়িটি প্রিমিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় ডিজাইন এর সাথে এসেছে।
 
ঘড়িটিতে রয়েছে হ্যান্ডস ফ্রি ব্লুটুথ কলিংয় ফিচার। তাই এতে দেওয়া হয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। এতে 50টি কন্ট্যাক্ট মজুত রাখা যাবে। এছাড়া এতে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।
 
স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এতে দেওয়া হয়েছে SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার, স্লিপ ট্র্যাকার এবং হাইড্রেশন অ্যালার্ট ফিচার। এই নতুন ডিভাইসে দেওয়া হয়েছে 100টি স্পোর্টস মোড ফিচার।
 
ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, ফাইন্ড মাই ফোন ইত্যাদি ফিচার। জল, ধুলোবালি এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং। এটি একক চার্জে 7দিন পর্যন্ত এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে 2 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Exit mobile version