জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাণকারী ভারতীয় কোম্পানি Boult নিয়ে আসলো তাদের নতুন Boult Crown স্মার্টওয়াচ। এই স্মার্টওওয়াচে আপনি পেয়ে যাবেন একটি ক্রাউন বাটন। এই স্মার্টওয়াচটি গত মাসে লঞ্চ হওয়া Crown R Pro-এর সাশ্রয়ী ভার্শন।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Boult Crown স্মার্টওয়াচ ফিচার
Boult Crown স্মার্টওয়াচকে 1.95 ইঞ্চি বর্গাকার এইচডি ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে, যা সর্বোচ্চ 900 নিট উজ্জ্বলতা প্রদান করবে। এদিকে জিংক অ্যালয় মেটালিক ফ্রেমের তৈরি এই স্মার্টওয়াচের স্ট্র্যাপে পেয়ে যাবেন মেটাল কিপার।
হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে রয়েছে হার্টরেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, ফিমেল মেন্সুট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ মনিটর, ব্লাড প্রেসার মনিটর, ব্রিদিং ট্রেনার এবং অ্যাক্টিভিটি ট্র্যাকার ইত্যাদি। এই ঘড়িতে একটি ফিজিক্যাল ক্রাউন বাটন দেওয়া হয়েছে। যার মাধ্যমে মেনু অপশন এবং অ্যাপসগুলিকে নেভিগেট করা যাবে।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
এতে দেওয়া হয়েছে 100 টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। এমনকি স্পোর্টস মোড নিয়ন্ত্রণ করার জন্য এতে রয়েছে একটি ফিজিক্যাল বাটন। এছাড়া এই ঘড়িটিতে 150টিরও বেশি ওয়াচফেস দেওয়া হয়েছে।
এতে 2084, ইয়ংবার্ড, হ্যামস্টার এবং ব্যাটেলশিপের মত বিভিন্ন মিনি গেম খেলা যাবে। এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল নোটিফিকেশন ডিসপ্লে, ক্যালকুলেটর, ফাইন্ড মাই ফোন, ম্যাসেজ রিমাইন্ডার, এবং গোল অ্যাচিভমেন্ট রিমাইন্ডার ইত্যাদি। এটি IP67 রেটিং সহ বাজারে এসেছে। যা ডিভাইসটিকে জল থেকে সুরক্ষিত রাখবে।
কলিং এর জন্য এই ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ 5.2 কানেক্টিভিটি, যার রেঞ্জ 10 মিটার পর্যন্ত। ব্লুটুথ কলিংয়ের জন্য এতে একটি স্পিকার এবং মাইক দেওয়া হয়েছে।
Boult Crown স্মার্টওয়াচের দাম ভারতের বাজারে 1499 টাকা রাখা হয়েছে। এই ঘড়িটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। ঘড়িটি আর্টিক ব্লু, ফরেস্ট ব্ল্যাক, সোভানা ওরেঞ্জ এবং কোরাল ইয়েলো স্ট্র্যাপ অপশনে উপলব্ধ হয়েছে।
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা