Bangla NewsBangla Tech NewsBoultlatest techlatest tech newslatest technology newsSmartwatchtechtech news todaytech worldtrending tech newsWatch

Boult Rover Pro স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম 2499 টাকা।

Boult Rover Pro স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল। আপনাদের জানিয়ে রাখি যে এটি গত ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া Boult Rover স্মার্টওয়াচের আপগ্রেটেড ভার্সন।

Boult Rover Pro Smartwatch

 

এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং, অলওয়েজ অন ডিসপ্লে, একাধিক হেলথ ফিচার ও বিভিন্ন স্পোর্টস মোড। এছাড়া এতে পেয়ে যাবেন AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Rover Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Boult Rover Pro স্মার্টওয়াচের দাম ভারতের বাজারে 2499 টাকা। কোম্পানি এর সাথে দুটি অতিরিক্ত ডিটাচেবল স্ট্র্যাপ দিচ্ছে। এই নতুন ওয়াচ রিগাল এবং আইকন দুটি ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ হয়েছে। যার মধ্যে প্রথমটি ব্ল্যাক, ব্রাউন এবং ব্লু কালার অপশনে এসেছে এবং দ্বিতীয়টি ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট কালার অপশনে ক্রয় করা যাবে। ঘড়িটিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

Boult Rover Pro স্মার্টওয়াচ ফিচার

  • নতুন বোল্টR over Pro স্মার্টওয়াচটি গোলাকৃতির ডায়াল সহ বাজারে লঞ্চ হয়েছে। এর ডান ধারে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। এতে আপনি পেয়ে যাবেন 1.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 466 পিক্সেল বাই 466 পিক্সেল এবং ডিসপ্লেটি 1000 নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে। 
  • এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। হেলথ ফিচার হিসেবে এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। এছাড়া রয়েছে হাইড্রেশন এবং সিডেন্ডারি রিমাইন্ডার ফিচার। ঘড়িটিতে 100টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে।
  • স্মার্টওয়াচটির উল্লেখযোগ্য ফিচারগুলি হল ওয়েদার আপডেট, বিল্ট-ইন মিনি গেম, স্মার্ট নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন, এসওএস ইমার্জেন্সি অ্যালার্ট ইত্যাদি। 
  • কোম্পানির মতে Boult Rover Pro স্মার্টওয়াচ একবার চার্জে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।
  • ব্লুটুথ কলিংয়ের জন্য এতে মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া হয়েছে। আবার এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সুরক্ষার জন্য এতে থাকছে কিউআর কোড এবং 4 ডিজিট পিনের মাধ্যমে সাইন- ইন পদ্ধতি।

Related Articles

Back to top button