আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। আসলে Realme কোম্পানি সম্প্রতি দুটি নতুন ৫জি স্মার্টফোন Realme 11X 5G এবং 11 5G লঞ্চ করেছে। 25শে আগস্ট রিয়েলমি 11X 5G কেনার সুযোগ রয়েছে। কোম্পানির এনিভারসেরি সেলে আপনি Realme 11X 5G এর 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে পারবেন।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
কোম্পানির বার্ষিকী সেলে Realme 11X 5G এর 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট কেনার সুযোগ দিচ্ছে। 1000 টাকার কুপন সহ একটি বিশেষ অফারে ফোনটিকে কেনা যাবে। এছাড়াও, 2x কয়েন পুরস্কারের সুবিধাও রয়েছে। আপনি 25শে আগস্ট কোম্পানির বার্ষিকী বিক্রয়ে রিয়েলমি 11X 5G কিনতে পারেন। বিক্রয় লাইভ হবে দুপুর 12:30 টা নাগাদ। গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিয়েলমি 11X 5G কিনতে পারবেন।
আসলে, কোম্পানি 23শে আগস্ট আর্লি বার্ড সেলে রিয়েলমি 11X 5G অফার করেছিল। এখন বার্ষিকী বিক্রয়ের পরে, 30শে আগস্ট রিয়েলমি 11x 5G এর প্রথম বিক্রয় হতে চলেছে। রিয়েলমি 11x 5G-এর প্রথম বিক্রয়ে, আপনি ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে পারবেন।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Realme 11X 5G এর ফোন ফিচার
ডিসপ্লে: রিয়েলমি 11X ফোনে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করব।
প্রসেসর: ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেটের সাথে বাজারে এসেছে।
RAM এবং স্টোরেজ: এই 5G ফোনে 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম ও 128GB স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: রিয়েলমি 11X 5G ফোনে 64MP + 2MP ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 33W SUPERVOOC ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার