9 হাজার টাকার beatXP Marv Super স্মার্টওয়াচকে কিনুন মাত্র 2 হাজার টাকায়
আপনি যদি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন তাও আবার দামি ওয়াচকে কম দামে কেনার। তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। হ্যাঁ আপনি 9 হাজার টাকার beatXP Marv Super স্মার্টওয়াচকে মাত্র ২ হাজার টাকায় কিনতে পারবেন। beatXP Marv Super স্মার্টওয়াচে রয়েছে Bluetooth কলিং ফিচার, বিভিন্ন ধরনের হেল্থ ট্র্যাকিং ফিচার, 280mAh এর ব্যাটারি এবং IP68 রেটিং। তাহলে চলুন এই ডিভাইসটিকে কোথা থেকে এবং কত দামে কিনতে পারবেন জেনে নেওয়া যাক।
beatXP Marv Super ওয়াচটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ওয়াচটির আসল দাম 8,999 টাকা। কিন্তু এই মুহূর্তে এতে পাওয়া যাচ্ছে 77% ডিস্কাউন্ট। অর্থাৎ আপনি এই ঘড়িটিকে মাত্র 1,999 টাকা দিয়ে কিনতে পারবেন। এই ওয়াচটি Ice Silver এবং Electric Black কালারে উপলব্ধ রয়েছে। এছাড়াও এই ঘড়িটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার। আপনি চাইলে ডিভাইসটিকে No Cost EMI এর মাধ্যমেই কিনতে পারবেন।
আরও পড়ুনঃ
beatXP Marv Super ঘড়িটির মধ্যে কি কি রয়েছে
- beatXP Marv Super স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে 2 ইঞ্চির HD TFT ডিসপ্লে। যার রেজোলিউশন 240 x 283 পিক্সেল এবং এটি 560 নিট সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম।
- শুধু তাই নয়, ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। এই ঘড়িটিতে পাওয়া যাবে একাধিক ওয়াচফেস।
- অন্যদিকে হেলথ ফিচার হিসেবে এই ওয়াচে হার্টরেট ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার, SpO2 সেন্সর উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি থাকছে একাধিক স্পোর্টস মোড।
- এত ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে রয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকারের সাথে কল হিস্ট্রি এবং কুইক ডায়াল প্যাডের সুবিধা। উপরন্তু ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করতে সক্ষম। তবে ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য অ্যালার্ম, এক্সেসাইজ কন্ট্রোল, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 240mAh-এর ব্যাটারি, যা একবার চার্জে 7 দিন পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।
- এতে IP68 রেটিং দেওয়া হয়েছে, যা জল ও ধুলবালি থেকে ঘড়িটিকে সুরক্ষিত রাখবে। এতে আপনি ১২ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
ওলা বাজারে আলোড়ন তুলেছে, এক বছরে 2.5 লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করার ভারতের প্রথম ইভি ব্র্যান্ড
মাত্র 50 টাকায় বাড়িতে বসেই পেয়ে যান PVC Aadhaar কার্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া