Site icon Technology News

Fire-Boltt Phoenix Pro ওয়াচকে অ্যামাজন থেকে ৯২% ছাড়ে মাত্র ৯৯৯ টাকা দিয়ে কিনুন

Buy Fire-Boltt Phoenix Pro

Fire-Boltt Phoenix Pro স্মার্টওয়াচ অফার- ফায়ার বোল্ট ফিনিক্স প্রো-তে একটি ১.৩৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজোলিউশন ২৪০ বাই ২৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ভারতীয় ব্র্যান্ড ফায়ার-বোল্ট তাদের ফায়ার-বোল্ট ফিনিক্স প্রো ওয়াচকে কয়েক মাস আগে লঞ্চ করেছিল। এই মুহূর্তে এই ডিভাইসটিকে অ্যামাজন থেকে খুবই কম দামে কেনার সুযোগ রয়েছে। এই ঘড়িটিতে ১০০টি ওয়াচ ফেস রয়েছে। এই স্মার্টওয়াচটি এক চার্জে সাধারণ মোডে ৭ দিন স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন চলবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ওয়াচের দাম কত এবং কি কি ফিচার রয়েছে।

দামের কথা বললে, Fire-Boltt Phoenix Pro এর দাম পড়বে মাত্র ৯৯৯ টাকা। এই ঘড়িটি ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ রয়েছে। এই ঘড়িটি কালো, ধূসর এবং গোলাপী রঙে পাওয়া যাবে। ঘড়িটির এমআরপি ১১,৯৯৯ টাকা। কিন্তু এই মুহূর্তে এটিকে আপনি ৯২% ছাড়ে কিনতে পারছেন। এছাড়া এই ডিভাইসটির উপরে ব্যাংক অফার রয়েছে, যার জন্য আপনি আরও কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Fire-Boltt Phoenix Pro স্মার্টওয়াচ ফিচার

এই স্মার্টওয়াচটিতে ১.৩৯ ইঞ্চির গোলাকৃতির টিএফটি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজুলসন ২৪০ পিক্সেল বাই ২৪০ পিক্সেল এবং সর্বোচ্চ ২৪০ নিট উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম।

এদিকে হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্টরেট মনিটর, স্লিপ ট্র্যাকার, ট্রেস মনিটর, মেয়েদের স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার ইত্যাদি। এই স্মার্টওয়াচটি এক চার্জে সাধারণ মোডে ৭ দিন স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন চলবে। এতে Bluetooth কলিং ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version