Bangla Tech NewsFacebookGeyserHearmolatest tech newslatest technology newsOfferOffer ZoneReddem Codetech news todayTechnology News

Hindware Smart Appliances 25 L Storage Water Geyser গিজার কিনুন অর্ধেক দামে

২৫ লিটারের ওয়াটার গিজার কিনুন মাত্র ৫৬৯৯ টাকা দিয়ে যার আসল দাম ১১,৯৯০ টাকা।

Buy Hindware Geyser at half price
Buy Hindware Geyser at half price

Buy Hindware Geyser at half price– শীতের ঠান্ডায় প্রতিদিন স্নান করাটা একটা বড় চেলেঞ্জিং বিষয়। যেখানে অনেক মানুষ সফল হয়। স্নান না করার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে গিজার। আপনি যদি এই গিজার কেনার পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। দেশে গিজার বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত নাম হল একটি Hindware । Hindware এর গিজার কিনুন অর্ধেকের থেকেও কম দামে। এই গিজারে ২৫ লিটারের জল ধারন ক্ষমতা রয়েছে।

আরও পড়ুনঃ

ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে, আপনি ‘Hindware Smart Appliances 25 L Storage Water Geyser’ গিজার অর্ডার করতে পারেন খুবই কম দামে। ‘Hindware Smart Appliances 25 L Storage Water Geyser’ গিজারের আসল দাম হল 11,990 টাকা এবং আপনি 52% ছাড়ের পরে এটিকে মাত্র 5,699 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি এই গিজারটিকে অর্ধেকের থেকেও কম দামে কিনতে পারবেন।

কি কি ফিচার রয়েছে এতে

Buy Hindware at half price– এই গিজারটিকে আপনি সাদা কালারে কিনতে পারবেন। এতে আপনি 25 লিটার জল ধারনের ক্ষমতা পাবেন। এছাড়াও, এটিতে 5 স্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মানে এটি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে। এতে জল খুব সহজে গরম হয়ে যায়। গিজারের বাইরের এলইডি লাইট থেকে জল কতটা গরম তা আপনি জানতে পারবেন। গিজারে চাপ নিয়ন্ত্রণের জন্য একটি মাল্টি-ফাংশন ভালভ রয়েছে। এতে Whirl Flow Technology বেবহার করা হয়েছে, তাই এটি আপনি আপনার বাড়িতে বহু বছর ধরে ব্যবহার করতে পারবেন। এতে আপনি পেয়ে যাবেন 2 Years Comprehensive Warranty on Product, 7 Years Warranty on Tank and 2 Years Warranty on Heating Element । এর ওজন 10.9 কেজি। এই গিজারের জল ১৫ মিনিটের মধ্যে পুরোপুরি গরম হয়ে যাবে।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button