Redmi 9 Prime স্মার্টফোনটি বিপুল ছাড়ে কেনার সুযোগ, দাম মাত্র 9,499 টাকা।
আপনার কাছে রয়েছে Redmi 9 Prime স্মার্টফোন কেনার দুর্দান্ত সুযোগ। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি এই ফোনটিকে কিনতে পারেন।
Redmi 9 Prime স্মার্টফোনটি কে বিপুল ছাড়ে বিক্রি করা হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে। ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ রয়েছে। এর একটিতে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ এবং অপর ভেরিয়েন্ট এ রয়েছে 4GB RAM ও 128GB স্টোরেজ।
আরও পড়ুনঃ দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের, কিনুন মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে।
কিন্তু আপনি Redmi 9 Prime স্মার্টফোনটির শুধু মাত্র 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট টিকে এই মুহূর্তে মাত্র 9,499 টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির মধ্যে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 5020mAh এর ব্যাটারি, মিডিয়াটেক হেলিও প্রসেসর।
এদিকে Radmi 9 Prime ফোনটির 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটিকে কিনতে পারবেন 10,999 টাকা দিয়ে।
Redmi 9 Prime ফোন ফিচার
Redmi 9 Prime ফোনটির মধ্যে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
ফোনটির মধ্যে 13+08+05+02 মেগাপিক্সেলের মোট চারটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য ফোনটির সামনে 08 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে মিডিয়াটেক হেলিও অক্টাকোর G80 প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। যার একটিতে রয়েছে 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ। অপর ভেরিয়েন্ট হল 4GB র্যাম ও 128GB স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।
রেডমি 9 Prime Smartphone-টিতে ডুয়েল সিম, 4G নেটওয়ার্ক, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য ফোনটিতে রয়েছে 5020mAh-এর নন-রিমুভাল ব্যাটারি। ফোনটির ওজন 198 গ্রাম।
ডিসপ্লে | 6.53 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। |
ক্যামেরা | 13+08+05+02 এমপি রিয়্যার এবং 08 এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5020mAh |
র্যাম | 4GB |
ইন্টারনাল স্টোরেজ | 64GB বা 128GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও G80 অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।