Site icon Technology News

Redmi A2 ফোনটিকে ১০ হাজারের পরিবর্তে কিনুন মাত্র ৫ হাজার টাকায়

Redmi A2 Phone Offer
Redmi A2 Phone Offer

Redmi A2 Phone Offer– আপনি যদি ৫ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছনে তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Redmi A2 ফোনটির উপরে ই-কমার্স অ্যামাজন দিচ্ছে 47% ডিস্কাউন্ট অফার। এই ফোনে রয়েছে 2GB/4GB RAM, 6.52 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh এর ব্যাটারি, এবং Helio G36 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

রেডমি এ২ ফোনের 4GB র‍্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 6,799 টাকা। এই সস্তা রেডমি ফোনটিকে আপনি ই-কমার্স সাইট Amazon থেকে ক্রয় করতে পারবেন। ফোনটির আসল দাম 10,999 টাকা কিন্তু আপনি এতে পেয়ে যাচ্ছেন 38% ডিস্কাউন্ট। এদিকে ফোনটির 2GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে মাত্র 5,299 টাকা। এতে রয়েছে 47% ডিস্কাউন্ট অফার। এছাড়াও ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার এবং ইএমআই এর সুবিধা রয়েছে। ফোনটি Aqua Blue, Classic Black এবং Sea Green কালারে উপলব্ধ হয়েছে। Redmi A2 Phone Offer

আরও পড়ুনঃ

Redmi A2 ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version