SAMSUNG Galaxy A14 5G offer- হাফ দামে কিনুন SAMSUNG Galaxy A14 5G ফোনটিকে, দেখুন কোথায় পাওয়া যাচ্ছে
Samsung Galaxy A14 5G ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000mAh এর ব্যাটারি এবং Exynos 1330 প্রসেসর
Samsung Galaxy A14 5G offer- আপনি যদি আপনার 4G স্মার্টফোনের পরিবর্তে একটি নতুন 5G ফোন কিনতে চান, তাহলে কম দামে Samsung Galaxy A14 5G ফোনটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। গত বছর কোম্পানির লঞ্চ করা A14 5G ফোনে ১০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ফোনটি ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং অনলাইন শপিং সাইটগুলিতে ফোনটির রিভিউ খুব ভাল। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Samsung Galaxy A14 5G ফোনের অফার এবং দাম
স্যামসাঙ Galaxy A14 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটিকে আপনি শুধুমাত্র 10,999 টাকায় কিনতে পারবেন, যার আসল দাম 20,999 টাকা। যেসব গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনবেন তারা 5% ক্যাশব্যাক পাবেন। ফোন কেনার সময় যদি আপনি একটি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তবে শর্তের উপর নির্ভর করে আপনি 9,900 টাকা পর্যন্ত ছাড় পাবেন। Samsung Galaxy A14 5G ফোনটিকে কালো, গাঢ় লাল এবং হালকা সবুজ রঙে কেনা যাবে। এই সমস্ত অফার আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন।
স্যামসাঙ গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন ফিচার
Galaxy A14 5G ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে। যা 2408 পিক্সেল বাই 1080 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য কোম্পানি এই ফোনটিতে Exynos 1330 চিপসেট দিয়েছে। এই ফোনে আপনি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য, এতে দেওয়া হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি। এছাড়া এই ফোনে ডুয়াল সিম 5G সাপোর্ট করবে, Wi-Fi, Bluetooth 5.2 ভার্সন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য আপনি পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Galaxy A14 5G ফোনে সিকুরিটির জন্য সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে আপনি মাইক্রো SD কার্ড স্লট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে