Bangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaNew SmartphoneSmartphoneTech News Banglatech news todaytech tipsTechnology Newstrending tech news

মাত্র ৮,৯৯৯ টাকা দিয়ে কিনুন নতুন Moto G24 Power স্মার্টফোনটিকে

Moto G24 Power ফোনটিতে পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Buy New Moto G24 Power very low price
Buy New Moto G24 Power very low price

Motorola তাদের G সিরিজ Moto G24 Power ফোনের বিক্রি শুরু করবে আগামী ৭ই ফেব্রুয়ারী থেকে। এই নতুন ফোনটি ৩০শে জানুয়ারি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং শপিং সাইট ফ্লিপকার্টে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের বিশদ বিবরণ শেয়ার করা হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6.6 ইঞ্চির ডিসপ্লে এবং 8GB পর্যন্ত RAM। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Moto G24 Power স্মার্টফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। এদিকে ফোনটির 8GB RAM ও 128GB মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 9,999 টাকা। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। ফোনটিকে Glacier Blue এবং Ink Blue কালারে কিনতে পারবেন।

Moto G24 Power ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে

  • Moto G24 Power ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ পাঁচ-হোল ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • এই ফোনে কোম্পানি 2.0GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর যুক্ত করেছে। সাথে পেয়ে যাবেন Mali G52 MP2 GPU গ্রাফিক্স।
  • এই ফোনটি সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেমের সাথে চলবে।
  • এই ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এতে রয়েছে 4GB RAM ও 128GB মেমরি এবং 8GB RAM ও 128GB স্টোরেজ।
  • ফটোগ্রাফির জন্য এতে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে।
  • ভিডিও কলিং ও সেলফির জন্য এটিতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত।
  • কানেক্টিভিটি হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল সিম 4G সাপোর্ট, Bluetooth v5.0 ভার্সন, GPS, USB Type C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং FM রেডিও।
  • সিকুরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সাথে পেয়ে যাবেন ফেস আনলক ফিচার।
  • জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে, এছাড়া রয়েছে ডুয়াল অ্যাটম সমর্থিত স্টেরিও স্পিকার।

 

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button