Sahara: ভারতের বহু সংখ্যক মানুষ তাদের কষ্টে উপার্জিত টাকা চিট ফান্ডে জমা করেছিল অথচ সেই টাকা আর ফেরত পাননি। বিশেষ করে যাদের আয় খুবই কম, সারাদিন পরিশ্রম করে উপার্জন করা টাকা, একটু লাভের আশায় চিট ফান্ডে সঞ্চয় করেছিলেন, তারাই সবথেকে বেশি কষ্টের মধ্যে পড়েছেন। সারা দেশের মানুষ এরকম চিটফান্ডের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চিট ফান্ডের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা চলছে। জানা গিয়েছে, সাহারা ইন্ডিয়ার (Sahara India) লগ্নিকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে চলেছেন খুব শীঘ্রই। আপনাদের জানিয়ে রাখি যে, সাহারা ইন্ডিয়ার ৪টি সমবায় সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা আদায় করেছিলেন।
একটা সময় এই সাহারা ইন্ডিয়া কোম্পানি বিরাট বিরাট বিজ্ঞাপন, Sports টিমকে আর্থিক সহায়তা, আরও বিভিন্ন ধরনের কার্যকলাপ সামনে এনে মানুষের কাছে একটা ভাবমূর্তি তৈরি করেছিল। যার ফলে সাধারন মানুষ এই চিট ফান্ডে প্রচুর টাকা সঞ্চয় করেছিল। সাধারণ মানুষ একটু লাভের আশায় সাহারা চিট ফান্ডে টাকা জমা দিতে থাকেন। কিন্তু এই টাকা আর ফেরত পায়নি।
দীর্ঘদিন ধরে সাধারন মানুষ অধীর আগ্রহে থাকলেও সেই টাকা ফেরত পায়নি। ফলে অনেকে আশা ছেড়ে দিয়েছে। তবে এবার সেই সমস্ত চিট ফান্ডগুলি সুপ্রিম কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহারা ইন্ডিয়ার লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে। সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, এই পোর্টাল এর মাধ্যমে সাহারা ইন্ডিয়া লগ্নিকারীরা টাকা ফেরত পাবেন। আবেদনকারীকে আবেদন করার 45 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা
কবে থেকে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হবে?
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, SEBI-র আওতায় থাকা সাহারা সেবি রিফান্ড অ্যাকাউন্টে জমা টাকা সেন্ট্রাল রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটিজ এর কাছে জমা দিতে হবে। তারাই এই টাকা থেকে লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। এর পরেই সমবায় মন্ত্রী CRCS-Sahara Refund Portal চালু করেন, এর মাধ্যমে চিট ফান্ড লগ্নিকারীরা টাকা ফেরত পাবেন।
আপনাদের জানিয়ে রাখি যে, ভারতের প্রায় ১০ কোটি লগ্নিকারী সাহারার ৪টি সমবায় সংস্থায় টাকা জমা করেছিলেন। প্রথমে পাঁচ হাজার কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। যেখান থেকে আমানতকারিদের প্রথম দিকে দশ হাজার টাকা করে ফেরত দেওয়া হবে। এই পাঁচ হাজার কোটি টাকার রিফান্ড ফান্ড থেকে প্রায় এক কোটি সাত লক্ষ আমানতকারী মানুষ উপকৃত হবেন। শাহ জানান, এই উদ্যোগ সফল হলে পরবর্তীতে বাকি আমানতকারীদেরও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
এই টাকা ফেরত পাওয়ার আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। সাথে ব্যাংক একাউন্টের (Bank Account) সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Aadhaar Card Link) থাকা অত্যান্ত জরুরি। প্রথমে পাঁচ হাজার কোটি টাকা বণ্টন করা হবে আমানতকারিদের মধ্যে।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
কিভাবে আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন?
প্রথমেই আপনাকে CRCS Portal-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে যাবতীয় নথিপত্র স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। এর জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই কাজটি আপনি ঘরে বসে বা গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে করতে পারবেন। সাহারা ইন্ডিয়া কোম্পানির যে ৪টি সমবায় সমিতির টাকা ফেরত দেওয়া হবে, সেগুলি নিচে দেওয়া হল।
- Sahara Credit Cooperative Society
- হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি
- Saharayan Universal Multipurpose Society
- স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি।
সমবায় মন্ত্রী জানিয়েছেন প্রথমে সাহারা ইন্ডিয়ায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। পরে বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার