Bangla NewsBangla Tech NewsBikelatest techlatest tech newslatest technology newsScooterTech BanglaTech NewsTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Dynamo Electric নিয়ে এসেছে খুবই কম দামে দুর্দান্ত মাইলেজ সহ ই-স্কুটার

Dynamo Electric ই-স্কুটারে 200 কিমি মাইলেজ এবং দাম ৫৫ হাজার টাকা থেকে শুরু। Infinity, Alpha, Smiley, Rx1, Rx4 এবং Vx1। এদের মধ্যে Rx1 ও Rx4 হাই-স্পিড মডেলের স্কুটার বাজারে এনেছে।

Dynamo Electric

ইভি ইন্ডিয়া এক্সপো ২০২৩-এ দেশীয় সংস্থা ডায়নামো ইলেকট্রিক (Dynamo Electric) একসাথে ছয়টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার ঘোষণা করেছে। এই মডেলগুলি হল যথাক্রমে– Infinity, Smiley, Alpha, Rx1, Rx4 এবং Vx1 । এদের মধ্যে Rx1 ও Rx4 হল হাই-স্পিড মডেল। এদিকে Infinity, Alpha, Smiley এবং Vx1 হচ্ছে লো-স্পিড ইলেকট্রিক ই-স্কুটার। আপনাদের জানিয়ে রাখি যে এই স্কুটারগুলি মুম্বাই ও গাজিয়াবাদে কোম্পানির কারখানায় তৈরি হয়েছে।

Dynamo Rx1 ও Rx4

এই বাইকদুটির দাম যথাক্রমে ৮২ হাজার টাকা ও‌ ৯৯ হাজার টাকা (এক্স-শোরুম)।

Rx1 ও Rx4 হাই স্পীড দুই মডেলই আরটিও থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই স্কুটারদুটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার দেবে। এদের ভেতরে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি, যা ২-৩ কিলোওয়াট আওয়ার আউটপুট প্রদান করবে বলে জানা গেছে।

Dynamo Infinity, Alpha, Smiley এবং Vx1

এই স্কুটারগুলির এক্স-শোরুম মূল্য ৫৫ হাজার টাকা থেকে শুরু।

লো-স্পিড মডেল হিসাবে ডায়নামো বাজারে নিয়ে এসেছে Infinity, Alpha, Smiley এবং Vx1 । ফুল চার্জে এই স্কুটারগুলি ২০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে বলে কোম্পানি দাবি করেছে। এই বাইকের ব্যাটারি তিন থেকে চার ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। মডেল অনুযায়ী ২-৩ কিলোওয়াট ক্ষমতার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যাবে। সহজ হ্যান্ডলিংয়ের জন্য ১০-১২ ইঞ্চি টায়ার ব্যবহার করা হয়েছে।

ডায়নামো ইলেকট্রিক স্কুটার

আপনাদের জানিয়ে রাখি যে ডায়নামো ইলেকট্রিক কোম্পানি তাদের প্রত্যেকটি ইলেকট্রিক স্কুটার যাতে ক্রেতারা সস্তায় ক্রয় করতে পারে, সেভাবে ডিজাইন করেছে। বিশেষ ফিচার হিসেবে এতে দেওয়া হয়েহচে ব্লুটুথ স্পিকার, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট, সেন্ট্রাল লকিং সিস্টেম, অগ্নি নিরোধক ব্যাটারি, ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টারচেঞ্জেবল ব্যাটারি অপশন, জিপিএস ফাংশনালিটি এবং আইওটি টেকনোলজি ইত্যাদি।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ