Electric ScooterElescolatest techlatest tech newslatest technology newsScootertechtech news todaytech worldtrending tech news

Elesco V1 ও V2 ইলেকট্রিক স্কুটার খুবই সস্তায় বাজারে এলো, এক চার্জে 100 কিমি রাস্তা

বিভিন্ন টেক কোম্পানি ভারতের বাজারে প্রায় সময়ই কোন না কোন ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে হাজির হচ্ছে। এবারে এলেসকো একজোড়া ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে। যাদের নামকরণ হল Elesco V1 ও V2।
 
Elesco V1 and V2 Scooter
 
Elesco V1 ও V2 মডেল দুটির দাম 69999 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। তবে আপনাদের জানিনে রাখি যে এই স্কুটার দুটির দাম এক হলেও, এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
 

Elesco V1 ও V2 ফিচার

 

 

Elesco V1 ও V2 স্কুটার দুটিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল অ্যাপ্লিকেশন কন্ট্রোল, GPS এবং ইন্টারনেট কম্প্যাটিবিলিটি, কিলেস ইগনিশন ও সাইড স্ট্যান্ড সেন্সর।
এতে দেওয়া হয়েছে LED ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। কোম্পানি এতে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে। তবে কত কিলোমিটারের ওপর ওয়ারেন্টি ধার্য করা হয়েছে, তা এখনও জানানো হয়নি।

 

সাওনে যোগ করেন, আমরা আমাদের ক্রেতাদের উচ্চ মানের ইলেকট্রিক স্কুটার প্রদান করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘস্থায়ী, সস্তা এবং সুরক্ষিত স্কুটার বাজারে আনতে হবে, সেদিকেই আমাদের একমাত্র লক্ষ্য।

 

Elesco V1 ও V2-তে রয়েছে একটি 2.3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা 6 থেকে 7 ঘন্টা সময় নেবে সম্পূর্ণ চার্জ হতে। এটি একটি 72 ভোল্ট ইলেকট্রিক হাব মোটরকে শক্তি জোগায়। 
 
এই বাইকটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে পেয়ে যাবেন ড্রাম ব্রেক। এই দুটি স্কুটারে দেওয়া হয়েছে 10 ইঞ্চি ও 12 ইঞ্চি চাকা। এদের সর্বোচ্চ ওজন বহনের ক্ষমতা 200 কেজি। 
 
আবার Elesco V1 থেকে সর্বোচ্চ 2.5 কিলোওয়াট শক্তি উৎপাদিত হবে, যেখানে Elesco V2-এর সর্বোচ্চ 4 কিলোওয়াট শক্তি উৎপাদিত হবে।
 

Related Articles

Back to top button