বাজারে লঞ্চ হল Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, ও Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচ, দেখুন দাম

দেশীয় কোম্পানি Fire-Boltt লঞ্চ করল তাদের নতুন Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit নামে তিনটি স্মার্টওয়াচ। নতুন এই তিনটি স্মার্টওয়াচকে সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে।

Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, Fire-Boltt Ninja-Fit

 

দেশীয় কোম্পানি Fire-Boltt লঞ্চ করল তাদের নতুন Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit নামে তিনটি স্মার্টওয়াচ। নতুন এই তিনটি স্মার্টওয়াচকে সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে।

আরও পড়ুনঃ Fire Boltt Rocket স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
 
তিনটি স্মার্টওয়াচেই আপনি পেয়ে যাবেন ওয়েদার আপডেট, ক্যামেরা কন্ট্রোল ফিচার, স্মার্ট নোটিফিকেশন, এবং মিউজিক কন্ট্রোল ফিচার। এছাড়া রয়েছে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার ফিচার এবং স্লিপ মনিটর ফিচার। চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টওয়াচগুলির দাম ও ফিচার।
এই Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, ও Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে যথাক্রমে 3999 টাকা, 2199 টাকা এবং 1299 টাকা।

Fire-Boltt Saturn, Fire-Boltt Talk 3, এবং Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচ ফিচার

এই ঘড়িটিকে ব্ল্যাক, ব্লু, পিঙ্ক, গ্রে , সিলভার এবং গোল্ড ব্ল্যাক এই ছটি কালারে পাওয়া যাবে। Fire-Boltt Saturn স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে বাজারে লঞ্চ হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন 1.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা বর্গক্ষেত্রাকার সেপে এসেছে। এর স্ক্রীন রেজুলসন 368 পিক্সেল বাই 448 পিক্সেল।
 
এছাড়া রয়েছে বিল্ট-ইন মাইক এবং স্পিকার, যার মাধ্যমে কল করা যাবে। এই ডিভাইসটিতে রয়েছে ডায়াল প্যাড, কল হিস্ট্রি এবং সিঙ্ক কন্টাক্ট। এতে 110টি স্পোর্টস মোড সাপোর্ট সাপোর্ট করবে। সাথে রয়েছে গেম এবং ক্যালকুলেটর। আবার জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং। Fire-Boltt Talk 3 দেওয়া হয়েছে 1.28 ইঞ্চির এইচডি ফুল টাচ ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 240 পিক্সেল বাই 240 পিক্সেল। Fire-Boltt Talk 3 ওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
 
ঘড়িটিকে ব্ল্যাক, ব্লু, গ্রিন, সিলভার এবং পিংক কালারে পাওয়া যাবে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে রয়েছে ওয়ান IP67 রেটিং। এতে একাধিক ওয়াচফেস সাপোর্ট করবে। এই স্মার্টওয়াচে রয়েছে 123টি স্পোর্টস মোড।
 
আরও পড়ুনঃ Redmi Note 12 5G স্মার্টফোন সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ
 
Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচকে ব্ল্যাক, ব্লু, সিলভার, পিঙ্ক, রেড এবং গ্রিন এই কালারে ক্রয় করা যাবে। Fire-Boltt Ninja-Fit স্মার্টওয়াচটিতে রয়েছে 123টি স্পোর্টস মোড। এতে পেয়ে যাবেন 1.69 ইঞ্চির ফুল টাচ এইচডি ডিসপ্লে। এতে একাধিক ওয়াচফেস সাপোর্ট করবে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই স্মার্টওয়াচ IP68 রেটিং সহ বাজারে এসেছে।
Exit mobile version