Fire-Boltt Celsius স্মার্টওয়াচ লঞ্চ হল খুবই কম দামে, দেখুন দাম ও ফিচার

টেক কোম্পানি Fire-Boltt ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন Fire-Boltt Celsius স্মার্টওয়াচ। 123টি ভিন্ন স্পোর্টস মোড বিশিষ্ট এই ঘড়িটিতে রয়েছে জল প্রতিরোধী IP67 রেটিং। 

Fire-Boltt Celsius

 

 

এতে আবার অনেক আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Celsius স্মার্টওয়াচের দাম ও ফিচার বিস্তারিত বিবরন।

আরও পড়ুনঃ Oppo A58x 5G স্মার্টফোন লঞ্চ হল MediaTek Dimensity 700 প্রসেসর সহ
ভারতীয় বাজারে Fire-Boltt Celsius স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র 1799 টাকা। ঘড়িটিকে আপনি ব্ল্যাক, পিঙ্ক, সিলভার এবং গোল্ড ব্ল্যাক, এই চারটি কালারে কিনতে পারবেন। এই ঘড়িটিকে EMI এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। ডিভাইসটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।

Fire-Boltt Celsius স্মার্টওয়াচ ফিচার

ফায়ার বোল্ট সেলসিয়াস স্মার্টওয়াচে রয়েছে 1.9 ইঞ্চির HD ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 240 পিক্সেল বাই 296 পিক্সেল। এই ঘড়িটি 9.2mm থিন মেটাল দিয়ে তৈরি। এতে রয়েছে ইনবিল্ট থার্মাল সেন্সর, বডি টেম্পারেচার মাপার জন্য সেলসিয়াস মনিটর ফিচার। এটি রিয়েল টাইম বডি টেম্পারেচার দেখাবে।
 
ফায়ার-বল্ট Celsius স্মার্টওয়াচে রয়েছে কল ও মেসেজ নোটিফিকেশন ফিচার। তাছাড়া ঘড়িটিতে একাধিক কাস্টমাইজাবেল ওয়াচফেস দেওয়া হয়েছে। জল, ঘাম এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP67 রেটিং সহ বাজারে লঞ্চ হয়েছে।
 
এতে 123টি ভিন্ন স্পোর্টস মোড সাপোর্ট রয়েছে। আবার স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এতে রয়েছে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার ফিচার ইত্যাদি।
 
আরও পড়ুনঃ Redmi 11 Prime 5G ফোনটিকে খুবই সস্তায় অ্যামাজনে পাওয়া যাচ্ছে, দেখুন দাম ও ফিচার
Exit mobile version