Fire-Boltt Marshal- Fire-Boltt কোম্পানি সস্তা দামে আরও এক স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করল

Fire-Boltt Marshal স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 400mAh-এর ব্যাটারি।

Fire-Boltt Marshal Smartwatch

দেশীয় কোম্পানি Fire-Boltt বছর শুরু থেকেই নতুন স্মার্টওয়াচ একের পর এক নিয়ে আসছে বাজারে। এবার ফায়ার-বোল্ট তাদের নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Marshal লঞ্চ করেছে খুবই কম দামে। ঘড়িতে 1.43-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে ব্লুটুথ কলিং ফিচারও দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বহু স্মার্টওয়াচেই হেলথ ফিচার দেওয়া হয়। কোম্পানিটি এই স্মার্টওয়াচেও অনেক ধরনের হেলথ ফিচার যুক্ত করেছে। শুধুই হেলথ ফিচার নয় এতে আরও অনেক ধরনের ফিচার দেওয়া হয়েছে, যেগুলি আপনার স্বাস্থ্যের সাথে সাথে আরও অনেক কিছু খেয়াল রাখবে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Fire-Boltt Marshal স্মার্টওয়াচের দাম ভারতীয় বাজারে ২,৪৯৯ টাকা রাখা হয়েছে। ডিভাইসটিকে সিলভার, ব্ল্যাক এবং গোল্ড, এই তিনটি কালার ক্রয় করা যাবে। আপনি ঘড়িটিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট (https://www.fireboltt.com/) থেকে কিনতে পারবেন।

Fire-Boltt Marshal স্মার্টওয়াচ ফিচার

এতে একটি 1.43-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে আপনি ব্লুটুথ কলিং-এর ফিচারও পেয়ে যাবেন। এর জন্য এতে দেওয়া হয়েছে মাইক্রোফোন এবং স্পিকার। ফায়ার-বোল্টের এই ঘড়িতে ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং ফিচার, হার্ট রেট ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো ফিচার রয়েছে। এই ফিচারগুলি আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখবে। ফলে আপনি দিনে কতটা ঘুমিয়েছিলেন, কতটা বেয়াম করেছেন, সব কিছুই জেনে নিতে পারবেন এই ঘড়ির সাহায্যে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 400mAh-এর ব্যাটারি। এতে আপনি ১২৩টি স্পোর্টস মোডের সুবিধা পেয়ে যাবেন। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো বিল্ট-ইন গেম, ক্যালকুলেটর, স্মার্ট নোটিফিকেশন, ড্রিংক ওয়াটার রিমাইন্ডার, ওয়েদার আপডেট, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version