Bangla NewsBangla Tech NewsFire-Bolttlatest techlatest tech newslatest technology newsOfferOffer ZoneSmartphone OfferSmartwatchtech worldTechnology Newstrending tech newsWatchWatch Offer

Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচে ৮৭% ছাড়, দেখুন দাম ও ফিচার

Fire-Boltt Ninja Calling Pro Plus ওয়াচকে আপনি মাত্র ১২৪৯ টাকা দিয়ে কিনতে পারবেন, যার এমআরপি ৯৯৯৯ টাকা।

Fire-Boltt Ninja Calling Pro Plus

আপনি যদি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন তাহলে আপনি Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচকে ক্রয় করতে পারেন। এই স্মার্টওয়াচের উপরে এই মুহূর্তে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার চলছে। এর মধ্যে রয়েছে ১.৮৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে যা ২.`৫ডি কার্ভড গ্লাস দিয়ে সুরক্ষিত রয়েছে। এছাড়া এর মিধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হেল্‌থ ফিচার। ডিভাইসটি IP67 রেটিং প্রাপ্ত। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচটিকে এই মুহূর্তে কত দামে কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচকে ৮৭% ছাড় দিয়ে আপনি মাত্র ১২৪৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এছাড়া এর উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার এবং নো-কোস্ট ইএমআই এর সুবিধা। এই ওয়াচকে এই মুহূর্তে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই দাম এই ওয়াচটির ১.৮৩ ইঞ্চির মডেলের। এদিকে এর ২.০১ ইঞ্চির ওয়াচটিকে ক্রয় করলে দাম পড়বে মাত্র ১৩৪৯ টাকা। ডিভাইসটি সাতটি কালারে উপলব্ধ রয়েছে। যেগুলি হল- Black, Black Gold, Blue, Champagne Gold, Grey, Pink এবং Silver ইত্যাদি।

আরও পড়ুনঃ

Fire-Boltt Ninja Calling Pro Plus ওয়াচ ফিচার

এতে ১.৮৩ ও ২.০১-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে আপনি ব্লুটুথ কলিং-এর ফিচারও পেয়ে যাবেন। এর জন্য এতে দেওয়া হয়েছে মাইক্রোফোন এবং স্পিকার। ফায়ার-বোল্টের এই ঘড়িতে ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং ফিচার, হার্ট রেট ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো ফিচার রয়েছে। এই ফিচারগুলি আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখবে। ফলে আপনি দিনে কতটা ঘুমিয়েছিলেন, কতটা বেয়াম করেছেন, সব কিছুই জেনে নিতে পারবেন এই ঘড়ির সাহায্যে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 400mAh-এর ব্যাটারি। এতে আপনি ১২০+ স্পোর্টস মোডের সুবিধা পেয়ে যাবেন। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো বিল্ট-ইন গেম, ক্যালকুলেটর, স্মার্ট নোটিফিকেশন, ড্রিংক ওয়াটার রিমাইন্ডার, ওয়েদার আপডেট, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি। এটি IP67 রেটিং প্রাপ্ত, যা জল ও ধুলোবালি থেকে ঘড়িটিকে সুরক্ষিত রাখবে। ঘড়িটিকে Android ও iOS উভয় ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button