Bangla Tech NewsFire-BolttGadgetslatest techlatest tech newslatest technology newsSmartwatchtechtech guidetech news todaytech worldtrending tech newsWatch
Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ ব্লুটুথ কলিংয়ের সাথে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
ভারতীয় মার্কেটে লঞ্চ হল নতুন Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ। নতুন লঞ্চ হওয়া এই ওয়াচটি স্টিলের তৈরি এবং এতে 120টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে।
ভারতীয় মার্কেটে লঞ্চ হল নতুন Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ। নতুন লঞ্চ হওয়া এই ওয়াচটি স্টিলের তৈরি এবং এতে 120টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে।
এই ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এই স্মার্টওয়াচটি একবার চার্জে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচের দাম ভারতীয় বাজারে 1999 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে ব্লু, গোল্ড, ডার্ক গ্রে, সিলভার এবং রেনবো কালারে পাওয়া যাবে। ঘড়িটিকে আপনি ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও কোম্পানি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১ মে থেকে ক্রয় করতে পারবেন।
Fire-Boltt Phoenix Ultra ওয়াচ ফিচার
- নতুন এই Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচটি স্টিল ডিজাইন ও গ্লাস কভার সহ বাজারে লঞ্চ হয়েছে। ঘড়িটির ডান ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন।
- ঘড়িটির স্ক্রীন সাইজ 1.39 ইঞ্চি, যার স্ক্রীন রেজুলসন 240 পিক্সেল বাই 240 পিক্সেল এবং 60 হার্টজ রিফ্রেশ রেট।
- এই ঘড়িটিতে 100টি ওয়াচফেস সাপোর্ট করবে। নতুন স্মার্টওয়াচে কল হিস্ট্রি অপশন, কুইক ডায়াল প্যাড এবং সিঙ্ক কন্টাক্ট ফিচার রয়েছে।
- এতে ব্লুটুথ কলিংয়ের জন্য বিল্ট-ইন মাইক এবং স্পিকার দেওয়া হয়েছে।
- ডিভাইসটি 120টি স্পোর্টস মোড সাপোর্ট এবং SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার সহ বাজারে এসেছে। এছাড়া এতে স্লিপ ট্র্যাকার রয়েছে।
- একক চার্জে ঘড়িটি 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম, যা কোম্পানি দাবী করেছে। এই ঘড়িটি IP67রেটিং সহ বাজারে এসেছে জল থেকে সুরক্ষিত রাখবে।