Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ ব্লুটুথ কলিংয়ের সাথে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

ভারতীয় মার্কেটে লঞ্চ হল নতুন Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ। নতুন লঞ্চ হওয়া এই ওয়াচটি স্টিলের তৈরি এবং এতে 120টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে।

Fire-Boltt Phoenix Ultra

 

ভারতীয় মার্কেটে লঞ্চ হল নতুন Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচ। নতুন লঞ্চ হওয়া এই ওয়াচটি স্টিলের তৈরি এবং এতে 120টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Samsung কোম্পানির প্রিমিয়াম 5G স্মার্টফোনে 31 হাজারের বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, দেখুন কোথায় পাবেন
এই ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এই স্মার্টওয়াচটি একবার চার্জে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
 
Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচের দাম ভারতীয় বাজারে 1999 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে ব্লু, গোল্ড, ডার্ক গ্রে, সিলভার এবং রেনবো কালারে পাওয়া যাবে। ঘড়িটিকে আপনি ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও কোম্পানি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১ মে থেকে ক্রয় করতে পারবেন।
 
আরও পড়ুনঃ 64 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত Vivo T2 5G ফোনের সেল শুরু হল, দেখুন কি কি রয়েছে এতে

Fire-Boltt Phoenix Ultra ওয়াচ ফিচার

  • নতুন এই Fire-Boltt Phoenix Ultra স্মার্টওয়াচটি স্টিল ডিজাইন ও গ্লাস কভার সহ বাজারে লঞ্চ হয়েছে। ঘড়িটির ডান ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন। 
  • ঘড়িটির স্ক্রীন সাইজ 1.39 ইঞ্চি, যার স্ক্রীন রেজুলসন 240 পিক্সেল বাই 240 পিক্সেল এবং 60 হার্টজ রিফ্রেশ রেট। 
  • এই ঘড়িটিতে 100টি ওয়াচফেস সাপোর্ট করবে। নতুন স্মার্টওয়াচে কল হিস্ট্রি অপশন, কুইক ডায়াল প্যাড এবং সিঙ্ক কন্টাক্ট ফিচার রয়েছে।
  • এতে ব্লুটুথ কলিংয়ের জন্য বিল্ট-ইন মাইক এবং স্পিকার দেওয়া হয়েছে।
  • ডিভাইসটি 120টি স্পোর্টস মোড সাপোর্ট এবং SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার সহ বাজারে এসেছে। এছাড়া এতে স্লিপ ট্র্যাকার রয়েছে। 
  • একক চার্জে ঘড়িটি 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম, যা কোম্পানি দাবী করেছে। এই ঘড়িটি IP67রেটিং সহ বাজারে এসেছে জল থেকে সুরক্ষিত রাখবে।
Exit mobile version