গত দুদিন আগেই Collide নামের একটি স্মার্টওয়াচ লঞ্চের পর এবার Fire-Boltt বাজারে নিয়ে এসেছে নতুন Fire-Boltt Rock স্মার্টওয়াচ। এতে দেওয়া হয়েছে 260mAh ব্যাটারি, যা একবার চার্জে 7 দিন চলবে।
ব্লুটুথ কলিংযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। এছাড়া এতে সাপোর্ট করবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন Fire Boltt Rock স্মার্টওয়াচের দাম ও কি কি ফিচার রয়েছে।
Fire-Boltt Rock স্মার্টওয়াচ ফিচার
- এই নতুন Fire Boltt Rock স্মার্টওয়াচটি অ্যামোলেড প্যানেলযুক্ত 1.3 ইঞ্চির গোলাকৃতির ডিসপ্লের সাথে বাজারে লঞ্চ হয়েছে। যা হাই কনট্রাস্ট রেশিও এবং উজ্জ্বল কালার অফার করবে।
- এই গোলাকার ডিসপ্লের চারধারে দেওয়া হয়েছে মেটালিক ফ্রেম এবং ডান ধারে রয়েছে একটি ক্রাউন বটন।
- Fire Boltt Rock ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এতে আপনি পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার সাপোর্ট এবং 110টি স্পোর্টস মোড।
- হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে দেওয়া হয়েছে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার ফিচার, ও স্লিপ মনিটার ফিচার। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে প্রদান করা হয়েছে IP68 রেটিং।
- এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল অলওয়েজ অন ডিসপ্লে, 100টিরও বেশি ওয়াচফেস, মিউজিক-ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি।
- পাওয়ার ব্যাকআপের জন্য Fire Boltt Rock স্মার্টওয়াচে 260mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে ৭ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং 15 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে।
Fire Boltt Rock ঘড়ির দাম
Fire Boltt Rock স্মার্টওয়াচের দাম ভারতীয় বাজারে 2799 টাকা রাখা হয়েছে। এই ঘড়িটিকে আপনি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। এটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রে কালারে বাজারে লঞ্চ হয়েছে। এর সাথে কোম্পানি দিচ্ছে 1 বছরের ওয়্যারেন্টি।