এই ডিভাইসে ব্লুটুথ কলিং ফিচার সহ একাধিক হেলথ মনিটর ফিচার ও স্পোর্টস মোড রয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Rocket স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতীয় বাজারে ফায়ার বোল্ট রকেট স্মার্টওয়াচের দাম 2499 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে ব্ল্যাক, সিলভার গ্রে, চ্যাম্পিয়ন গোল্ড এবং গোল্ড পিংক উপলব্ধ করা হয়েছে। এটিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
Fire-Boltt Rocket স্মার্টওয়াচ ফিচার
Fire Boltt Rocket স্মার্টওয়াচ 1.3 ইঞ্চির গোলাকার ডায়াল এবং এইচডি ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এই ঘড়িটির ডান ধারে রয়েছে একটি বাটন। এতে একাধিক ওয়াচফেস দেওয়া হয়েছে।
স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার ফিচার এবং ফিমেল সাইকেল মনিটর ফিচার। এতে দেওয়া হয়েছে 100টি স্পোর্টস মোড। এতে রয়েছে স্টেপ কাউন্টার, ডিসটেন্স ট্র্যাকার এবং ক্যালরি পরিমাপ করার ফিচার।
এটি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ বাজারে এসেছে। জল থেকে সুরক্ষিত থাকার জন্য স্মার্টওয়াচটি IP67 রেটিং সহ এসেছে। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ কলিং ফিচার। তাই আপনি খুব সহজেই ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে ফোন কল করা এবং ফোন কল রিসিভ করতে পারবেন। এর জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন।