Bangla NewsBangla Tech NewsFitshotGadgetslatest tech newslatest technology newsNewsSmart BandSmartwatchTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology News
Fitshot Connect স্মার্টওয়াচ দুর্দান্ত ফিচার সহ বাজারে এল, দাম 2,999 টাকা
ভারতীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Fitshot তাদের নতুন Fitshot Connect স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছে। এই স্মার্টওয়াচটিতে 1.85-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।
Fitshot Connect স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন হার্ট রেট, রক্তচাপ, SpO2, ঘুম এবং ব্রিথ রেট মনিটারিং ফিচার। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই স্মার্টওয়াচের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Fitshot Connect স্মার্টওয়াচের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 2,999 টাকা। এটিকে আপনি কালো, নীল এবং সবুজ কালারে ক্রয় করতে পারবেন। এই ডিভাইসটি 12ই আগস্ট দুপুর 12টা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়েছে।
Fitshot Connect স্মার্টওয়াচ ফিচার
- Fitshot Connect স্মার্টওয়াচে 1.85-ইঞ্চির স্কয়ার কসমিক ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজোলিউশন 240 পিক্সেল বাই 280 পিক্সেল, রিফ্রেশ রেট 60 হার্টজ এবং ডিসপ্লে 500 নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে।
- এই নতুন স্মার্টওয়াচে ব্যবহারকারীরা তিনটি মেনু অপশন এবং দুটি ইনবিল্ট গেম কাস্টমাইজেশন সুবিধা পাবেন। এর মধ্যে 100টি ওয়াচ ফেস রয়েছে। এছাড়া এতে মাল্টি স্পোর্টস মোড সহ একশোরও বেশি অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ সাপোর্ট পেয়ে যাবেন।
- স্বাস্থ্যের জন্য এতে একাধিক ফিটনেস ফিচার রয়েছে। যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, SpO2, ঘুম এবং ব্রিথ রেট মনিটারিং ফিচার।
- অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিমোট, ক্যামেরা শাটার, স্টপওয়াচ, অ্যালার্ম, ঘড়ি, রিমোট, মিউজিক প্লেয়ার কন্ট্রোল, টাইমার, ফ্ল্যাশলাইট, ফোন ফাইন্ড, সেডেন্টারি রিমাইন্ডার, ওয়েদার ফোরকাস্ট, ফিমেল হেলথ ট্র্যাকার ইত্যাদি। কোম্পানির দাবি অনুযায়ী, এতে ব্যবহৃত SoloSync প্রযুক্তি ভারতে প্রথম।
- এই ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে 300mAh ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
- ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত, যা জল এবং ধুলো থেকে রক্ষা করবে।