Bangla Tech NewsiQOOlatest tech newsMobile PhoneSmartphoneTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

আর মাত্র দুই দিন পরে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন iQOO Neo 9 Pro লঞ্চ হবে

iQOO Neo 9 Pro come with powerful features

iQOO Neo 9 Pro come with powerful features- IQOO বর্তমানে তাদের iQOO Neo 9 সিরিজ চীনের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। স্মার্টফোনটি ২৭শে ডিসেম্বর আত্মপ্রকাশ করার তথ্য নিশ্চিত হয়েছে। লঞ্চের আগে, Vivo কোম্পানির সাব-ব্র্যান্ড স্ট্যান্ডার্ড iQOO Neo 9 এবং Neo 9 Pro – লাইনআপে অন্তর্ভুক্ত সম্পর্কে বেশ কয়েকটি আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছে। এদিকে কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে যা iQOO নিও 9 প্রো মডেলের প্রাথমিক এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা স্পেসিফিকেশন দেখা গেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আসন্ন এই ফোনের ক্যামেরা সেটআপ কেমন হবে তা বিস্তারিত।

আরও পড়ুনঃ

iQOO Neo 9 Pro ক্যামেরার স্পেসিফিকেশন

iQOO Neo 9 Pro ফোনটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হিসেবে বাজারে আসতে চলেছে। এটিতে প্রাথমিক, আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো/টেলিফটো লেন্স সমন্বিত ঐতিহ্যবাহী ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে না। এর পরিবর্তে, ফোনটিতে ডুয়াল ক্যামেরা কনফিগারেশন থাকবে, যা গত নভেম্বরে চীনে লঞ্চ হওয়া ক্যামেরা-ফোকাসড Vivo X100 ফ্ল্যাগশিপে পাওয়া একই প্রধান ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড সেন্সর দিয়ে তৈরি।

এতে একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের Sony IMX220 প্রাথমিক ক্যামেরা থাকবে, যা সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। এছাড়া ডিভাইসটিতে একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 ক্যামেরা সেন্সরও থাকবে, যা ব্যাপকভাবে আল্ট্রা-ওয়াইড শট ক্যাপচার করতে সক্ষম।

অন্যান্য রিপোর্ট অনুসারে, iQOO Neo 9 Pro ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি MediaTek Dimensity 9300 প্রসেসর দ্বারা চলবে, এর সাথে 12 GB/16 GB LPDDR5X RAM এবং 256 GB/512 GB UFS 4.0 স্টোরেজ থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এত ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১৬০এমএএইচ-এর ব্যাটারি থাকবে। ফোনটি সম্ভবত Android 14 এর উপর ভিত্তি করে OriginOS 4 কাস্টম স্কিন চলবে। এছাড়াও এতে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, আইআর ব্লাস্টার ইত্যাদি। এই ফোনটি নটিক্যাল ব্লু, ফ্লাইটিং ব্ল্যাক, এবং রেড অ্যান্ড হোয়াইট সোল এর মতো তিনটি আকষর্ণীয় শেডে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ