অবিশ্বাস্য ছাড়ে SMART TV কেনার সুযোগ, দেখে নিন ফ্লিপকার্ট এর দুর্দান্ত অফার।
Smart TV তে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। আপনি যদি নতুন স্মার্ট টিভি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। Flipkart তাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে সেরা টিভি ডিল।
এই সেরা টিভি ডিল অফারে রয়েছে কয়েকটি বিশেষ অফার। এই অফারে আপনি ভাল স্মার্ট টিভি কিনতে পারবেন। আপনি যদি সেরা টিভি গুলির ডিল সম্পর্কে জানতে চান তাহলে এই স্মার্ট টিভিগুলি একবার দেখে নিতে পারবেন। তাহলে চলুন দেখেনি কম দামে এই টিভিগুলিকে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
Samsung The Frame Ultra HD QLED Smart TV
Samsung এর এই স্মার্ট টিভি টিকে ৩৯% ছাড় দিয়ে 78,999 টাকায় কিনতে পারবেন। এই টিভিটির মধ্যে রয়েছে ৫৫ ইঞ্চির ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন ৩৮৪০ পিক্সেল বাই ২১৬০ পিক্সেল। এর র্যাম কেপাসিটি ২.৫ জিবি এবং এর ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি।
এই টিভিটির উপরে রয়েছে ব্যাঙ্ক অফার। এছাড়া এটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। টিভিটির মধ্যে Tizan অপারেটিং সিস্টেম রয়েছে।
LG 80cm HD Ready LED Smart TV 2020 Edition
LG এর এই টিভিটির আসল দাম 21,990 টাকা। কিন্তু আপনি এটিকে ফ্লিপকার্ট থেকে মাত্র 14,999 টাকা দিয়ে কিনতে পারবেন। কোম্পানি টিভিটিকে এই বছরেই বাজারে লঞ্চ করেছিল। এর ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি এবং স্ক্রীন রেজুলসন ১৩৬৬ পিক্সেল বাই ৭৬৮ পিক্সেল।
এর অপারেটিং সিস্টেম হল WebOS, এতে YouTube, Hotstar ইত্যাদি অ্যাপ সাপোর্ট করবে। এতে ১ জিবি র্যাম ও ৪ জিবি স্টোরেজ রয়েছে। যদি এই টিভিটিকে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করা হয় তাহলে আরও অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে। টিভিটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
OnePlus Y Series Full HD LED Smart Android TV
OnePlus Y Series 108cm (43 inch) Full HD LED Smart Android TV-টিকে ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হচ্ছে 23,999 টাকা দিয়ে। এর আসল দাম 29,999 টাকা। এর মধ্যে Android অপারেটিং সিস্টেম রয়েছে। এতে আপনি ১৯২০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল যুক্ত ৪৩ ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। এর মধ্যে দুটি HDMI এবং দুটি USB পোর্ট রয়েছে।
টিভিটির মধ্যে ১জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে YouTube, Netflix, Disney+Hotstar অ্যাপস বেবহার করা যাবে। টিভিটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। টিভি টিকে যদি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করা হয় তাহলে আরও অতিরিক্ত ৫% ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুনঃ নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন নোকিয়া ২.৪, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
Motorola ZX Pro Ultra HD (4K) LED Smart Android TV
Motorola ZX Pro Ultra HD (4K) LED Smart Android TV-টিভির উপরে পাওয়া যাচ্ছে ৩৫% অফ। ৩৫% অফ দিয়ে টিভিটির দাম পড়ছে মাত্র 39,999 টাকা। এছাড়া ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পেয়ে যাবেন অতিরিক্ত ৫% ছাড়। তাছাড়া আপনি চাইলে টিভিটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারেন।
Motorola কোম্পানি টিভিকে এই বছরেই বাজারে নিয়ে এসেছিল। এর মধ্যে ৫৫ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন ৩৮৪০ পিক্সেল বাই ২১৬০ পিক্সেল। টিভিটিতে MediaTek CA53 Quad Core at 1.5 GHz প্রসেসর এবং Mali G52 Quad Core Graphic Engine 850 MHz গ্রাফিক্স রয়েছে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর মধ্যে Android অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
LG Ultra HD (4K) LED স্মার্ট টিভি
আপনি যদি এলজি টিভি পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। LG-র এই টিভিটির আসল দাম 52,990 টাকা। কিন্তু আপনি টিভিটিকে মাত্র 34,990 টাকা দিয়ে কিনতে পারবেন। এতে ব্যাঙ্ক অফার ও নো-কোস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে।
LG-র এই TV টির মধ্যে রয়েছে ৩৮৪০ পিক্সেল বাই ২১৬০ পিক্সেল যুক্ত ৪৩ ইঞ্চির ডিসপ্লে। এতে তিনটি HDMI ও দুটি USB পোর্ট রয়েছে। এই টিভি টি ২০১৯ সালে লঞ্চ হয়েছিল। এর মধ্যে Wi-Fi বেবহার করা যাবে। এতে Quad Core প্রসেসর রয়েছে। এর র্যাম কেপাসিটি ১.৫ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৪ জিবি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।