5G5G SmartphoneBangla NewsBikeElectric ScooterFire-BolttGoogleGoogle pixelHuaweiInfinixlatest techlatest tech newsMobile PhoneNew SmartphoneOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech newsUrban

Infinix Note 40X 5G Phone Offer- Infinix Note 40X 5G ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ৮ হাজার টাকা ছাড়

Infinix Note 40X 5G ফোনে রয়েছে 12GB RAM ও 256GB স্টোরেজ, 108 মেগাপিক্সেলের ক্যামেরা

Infinix Note 40X 5G Phone Offer
Infinix Note 40X 5G Phone Offer

Infinix Note 40X 5G Phone Offer- আপনি যদি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। গত আগস্টে, Infinix কোম্পানি তাদের সর্বশেষ Infinix Note 40X 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000mAh এর ব্যাটারি, 12GB পর্যন্ত RAM, Dimensity 6300 চিপসেট ইত্যাদি ফিচার রয়েছে। বর্তমানে, এই বাজেট ফোনটির লঞ্চ মূল্যে 8,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে এবং ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। তাহলে একনজরে দেখেনিন এই ফোনের দাম, অফার এবং ফিচার সম্পর্কে বিশদ বিবরণ।

কোম্পানি তাদের Infinix Note 40X 5G ফোনটিকে দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করেছে। বর্তমানে, এই দুটি মডেলের দামের উপর অফার পাওয়া যাচ্ছে। এর 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল কিনলে আপনি 8,000 টাকা ছাড় পাবেন। তাই, ফোনটি কেনার সময় আপনার খরচ হবে মাত্র 13,999 টাকা। এদিকে 8GB RAM ও 256GB স্টোরেজ মডেলটিকে 12,999 টাকায় বিক্রি করা হচ্ছে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটিকে কিনলে ৫% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফোনটিকে আপনি ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন। আপনি যদি আপনার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করেন তবে ফোনের অবস্থার উপর নির্ভর করে আপনি ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। এই ফোনটিকে লাইম গ্রিন, পাম ব্লু এবং স্টার লাইট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাচ্ছে। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে এই অফারে কিনতে পারবেন।

Infinix Note 40X 5G ফোন ফিচার

Note 40X 5G স্মার্টফোনটিতে একটি 6.78 ইঞ্চির FHD Plus ডিসপ্লে রয়েছে। এই স্ক্রীনটি 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 500nits উজ্জ্বলতা, ডায়নামিক বার ইন্টারেক্টিভ UI এবং পাঞ্চ হোল ডিজাইন রয়েছে। এই 5G স্মার্টফোনটিতে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Infinix Note 40X 5G ফোনটি Android 14 এবং XOS 14 এর সাথে চলবে।

5G গতি এবং পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে 2.4GHz উচ্চ ক্লক স্পীড যুক্ত MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। Infinix Note 40X 5G ফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে AI-বৈশিষ্ট্যযুক্ত কার্ভ LED ফ্ল্যাশ লাইট সহ একটি 108-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং AI লেন্স সহ একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 40X 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে মাল্টি-ফাংশন NFC, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 5 ভার্সন, Bluetooth 5.2 ভার্সন, OTT সাপোর্ট রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button