ফ্লিপকার্ট আগামী কাল থেকে শুরু করতে চলেছে Flipstart Days Sale ।
ভারতের বিভিন্ন ই-কমার্স সাইটগুলি প্রায় সময় বিভিন্ন সেল এর আয়োজন করে থাকে। এবার ফ্লিপকার্ট শুরু করতে চলেছে তিন দিনের জন্য Flipstart Days সেল। এই সেল চলবে ১লা ডিসেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত।
Flipstart Days সেল থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর উপরে ভারি ডিস্কাউন্ট পাবেন। আপনি যদি আপনার বাচ্চার জন্য, বা বাড়ির কোন জিনিসপত্র, বা কোন ইলেক্ট্রনিক্স পন্য কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট কোন কোন পন্যের উপরে কত পারসেন্ট ডিস্কাউন্ট দিচ্ছে।
আরও পড়ুনঃ বড় ডিসপ্লে নিয়ে বাজারে লঞ্চ হয়েছে Vivo Y1s স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Flipkart Flipstart Days Sale
ফ্লিপকার্ট আপনার প্রিয় পন্য কেনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। এই অফার প্রতিমাসের প্রথম তিনদিন দেওয়া হবে। এই সেল থেকে আপনি পোশাক বা জুতা-মোজা ৪০% থেকে ৫০% অফ দিয়ে কিনতে পারবেন।
এছাড়া এই সেলে পাওয়া যাবে বিউটি, বেবি কের, ও খেলাধুলা জিনিসপত্রের উপরে ৯৯ টাকা থেকে ৫০% অব্দি ছাড়। ফ্লিপকার্ট দিচ্ছে ইলেক্ট্রনিক জিনিস যেমন টিভি, এসি, ও রেফ্রিজারেটের উপরে ৫০% ছাড়।
আরও পড়ুনঃ নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন নোকিয়া ২.৪, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
আসবাবপত্র এর উপরে পাওয়া যাবে ৩০% ছাড়। ঘরসজ্জা জিনিসপত্রের উপরে ফ্লিপকার্ট দেবে ৩০% থেকে ৭৫% অব্দি ছাড়। খাবারের উপরে পাওয়া যাবে আপটু ৭০% ছাড়।