Samsung Galaxy F41 স্মার্টফোনের উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার।
Samsung Galaxy F41 স্মার্টফোনের উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। গত ২৯ তারিখ থেকে শুরু হয়েগেছে ফ্লিপকার্ট বিগ দিওয়ালী সেল। এই সেল চলবে ৪ই নভেম্বর পর্যন্ত।
এই ফ্লিপকার্ট সেলে বিভিন্ন প্রোডাক্ট এর উপরে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। আপনি যদি নতুন মোবাইল ফোন কেনার কথা চিন্তা করছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। ফ্লিপকার্ট Samsung Galaxy F41 ফোনটির উপরে দিচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার। এই সুযোগে আপনি সামসুং এর এই ফোনটিকে কম দামে কিনে নিজের করে নিতে পারেন।
Samsung Galaxy F41 দাম
সামসুং কোম্পানি এই ফোনটিকে এই মাসে ৮ তারিখে লঞ্চ করেছে। ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। কিন্তু আপনি যদি ফোনটিকে ফ্লিপকার্ট বিগ দিওয়ালী সেল থেকে কেনেন তাহলে আপনাকে দিতে হবে মাত্র ১৩,০৪৯ টাকা। এই দাম ফোনটির ৬জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়া ফোনটিকে এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ক্রয় করলে পাওয়া যাবে অতিরিক্ত ১০% ডিস্কাউন্ট। ফোনটিকে এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে।
Samsung Galaxy F41 ফিচার
Samsung Galaxy F41 ফোনটির মধ্যে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ সুপার এমোলেড ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ১০৮০পিক্সেল বাই ২৩৪০পিক্সেল এবং 403 ppi পিক্সেল ডেনসিটি। ফোনের ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস বেবহার করা হয়েছে। ফোনটি Android v10 অপারেটিং সিস্টেমে চলবে এবং Samsung Exynos 9 Octa 9611 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ রয়েছে। যার একটিতে রয়েছে ০৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া আরেকটিতে রয়েছে ০৬জিবি র্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির মধ্যে রয়েছে ৬৪+০৮+০৫ মেগাপিক্সেলের মোট তিনটি রিয়ার ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
Samsung Galaxy F41 ফোনটিতে ডুয়েল সিম, 4G নেটওয়ার্ক, 3.5mm অডিও জ্যাক, Bluetooth v5.0, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। 15W ফাস্ট চারজিং যুক্ত ৬০০০এমএএইচ পাওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৪ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে। |
ক্যামেরা | ৬৪+০৮+০৫ এমপি রিয়্যার এবং ৩২ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৬০০০এমএএইচ। |
র্যাম | ৬জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৬৪জিবি ও এক্সটারনাল ৫১২জিবি। |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | Samsung Exynos 9 Octa 9611 অক্টাকোর প্রসেসর ও Android v10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |