Bangla Tech NewsFree Firelatest tech newsTech News Banglatech news todaytrending tech news

Garena Free Fire Max Redeem Code Today for 15 January 2024- আজ 15 জানুয়ারী 2024: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখুন

 

Garena Free Fire Max Redeem Codes

15th January 2024- Garena Free Fire Max Redeem Codes- গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) গেম প্রস্তুতকারী কোম্পানি প্রত্যেক দিনই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করে থাকে। আর ইভেন্টগুলিতে অংশগ্রহণকারিরা জিততে পারবেন মূল্যবান পুরস্কার। তবে এই কোড সীমিত সময়ের জন্য। তবে চিন্তা করার কারন নেই, এই ইভেন্টে অংশগ্রহণ করতে নাও পারলে প্রতিদিনের রিডিম কোড (Redeem Code) ব্যবহার করেও আপনি জিততে পারবেন মূল্যবান ইনগেম আইটেম। তাও আবার বিনামূল্যে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।

কিভাবে এই রিডিম কোড বেবহার করবেন

আজ অর্থাৎ ১৫ই জানুয়ারী ২০২৪ ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই অফিসিয়াল আপনাকে https://reward.ff.garena.com/en -এই লিঙ্কে ভিজিট করতে হবে। এরপর আপনাকে ফেসবুক, গুগল, টুইটার, ইত্যাদি যেকোনো একটি আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। এবার আপনাকে নিচে দেওয়া যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করতে হবে। এবার একটি ডায়ালগ বক্স খুলে যাবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করতে হবে।

একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। এই রিওয়ার্ড সংগ্রহ করতে ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। এই রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে। গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোডগুলি ইন-গেম আইটেম যেমন অস্ত্র, হীরা, স্কিন এবং আরও অনেক কিছু জিততে ব্যবহার করা যেতে পারে। এই ১২ সংখ্যার আলফানিউমেরিক কোডগুলি বড় অক্ষর এবং সংখ্যা নিয়ে গঠিত।

আরও পড়ুনঃ

Garena Free Fire Max Redeem Code

আজ অর্থাৎ ১৫ই জানুয়ারী ২০২৪ এর Garena Free Fire Max Redeem Code হল

  1. FE6Y4G5BTHJ0GKBI
  2. FHIUYHRJI6REDR6Y
  3. FUHBVNDJEKI569JY
  4. FJKGTKITR677U6YS
  5. FBJNR67T7YR56YY5
  6. FMCKIE485U7FYH6T
  7. FYT7H6J567UHJFH4
  8. FFG5B6TNYHI3B8U7
  9. FY6T7GHJKTHFO9Y6
  10. FTBGVGDTYHERTGFY
  11. F6GTDCRFYVT5FDR4
  12. FR67UYHFTYHTYHGR
  13. FRW5R7EDFVXGHUS7

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button