Bangla NewsBangla Tech NewsGadgetslatest techlatest tech newslatest technology newsSmartwatchtechtech news todaytech worldtrending tech newsWatch
Garmin Instinct Crossover ও Crossover Solar স্মার্টওয়াচ লঞ্চ হল দুর্দান্ত ব্যাটারি লাইফ সহ
১৯ জানুয়ারি জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা কোম্পানি Garmin নতুন দুটি স্মার্টওয়াচকে ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচগুলি হল Instinct Crossover সিরিজের অন্তর্গত Instinct Crossover এবং Crossover Solar।
এই উভয় ভ্যারিয়েন্টই রাগড ডিজাইন রয়েছে এবং এগুলিতে রয়েছে আকর্ষণীয় কিছু স্পেসিফিকেশন। এদিকে এই সোলার ভ্যারিয়েন্টটি সোলার চার্জিং সাপোর্ট করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Garmin Instinct Crossover এবং Crossover Solar স্মার্টওয়াচ-এর ফিচার এবং স্পেসিফিকেশন।
Garmin Instinct Crossover Solar স্মার্টওয়াচের দাম 61,990 টাকা। এই ডিভাইসটিকে অফলাইন স্টোরে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। এই ঘড়িটি পাঁচটি কালারে উপলব্ধ রয়েছে।
Garmin Instinct Crossover ও Crossover Solar স্মার্টওয়াচ ফিচার
Garmin Instinct Crossover স্মার্টওয়াচের উভয় ভার্সনই গোলাকৃতির ডায়াল এবং মনোক্রোম ডিসপ্লের সাথে বাজারে লঞ্চ হয়েছে, যার স্ক্রীন রেজুলসন 176 বাই 176 পিক্সেল। এতে রয়েছে এনালগ হ্যান্ডের সাথে সুপারলুমিনোভা কোটিং। যার ফলে অতিরিক্ত অন্ধকারেও এগুলির ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে।
এই এনালগ হ্যান্ডগুলি খুব সহজে ঘড়ির সময় দেখতে সাহায্য করে। আবার ঘড়ি দুটি কোনো রকম আঘাতপ্রাপ্ত হলেও হ্যান্ড গুলির বিন্যাস কোনভাবেই নষ্ট হবে না।
এই নতুন স্মার্টওয়াচগুলিতে রয়েছে বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচার। তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, অ্যাডভান্স স্লিপ মনিটর, স্ট্রেস ট্র্যাকার এবং বডি ব্যাটারি। টাইম পিস দুটি ব্যবহারকারীর VO2 Max, পালস অক্সাইড, ফিটনেস এজ, ট্রেনিং স্ট্যাটাস, লোড এবং এফেক্ট সম্পর্কেও তথ্য দেখাবে।
এই ডিভাইসগুলিতে একাধিক স্পোর্টস মোড রয়েছে। তবে শুধুমাত্র ওয়ার্কআউটই নয়, মাউন্টেন বাইকিং নিরীক্ষণ করতে পারবে স্মার্টওয়াচের উভয় ভ্যারিয়েন্ট। আবার ব্যাটারি একুরেন্সির জন্য এতে দেওয়া হয়েছে মাল্টি জিএনএসএস ট্রাকিং সিস্টেম।
Garmin Instinct Crossover এবং Crossover Solar স্মার্টওয়াচ দুটি কন্টাক্টলেস পেমেন্ট, ব্লুটুথ এবং এএনটি প্লাস কানেক্টিভিটি সহ বাজারে এসেছে। এই ঘড়ি দুটির উল্লেখযোগ্য ফিচারগুলি হলো স্মার্ট নোটিফিকেশন, ইনকামিং ইমেল, টেক্সট, ওয়েদার আপডেট ইত্যাদি ফিচার।
একবার চার্জে এর সাধারণ ভ্যারিয়েন্টটি 60 দিন পর্যন্ত এবং সোলার ভ্যারিয়েন্টটি 70 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম, যা কোম্পানি দাবী করেছে। আবার ঘড়ি দুটির জিপিএস ট্র্যাকিং টাইম 31 ঘণ্টা পর্যন্ত সীমিত।
এই স্মার্টওয়াচ দুটি এমআইএল- এসটিডি- 810 সার্টিফিকেট প্রাপ্ত এবং তাপ ও আঘাত প্রতিরোধী। এই ডিভাইস দুটি জলের 10 মিটার গভীর পর্যন্ত সুরক্ষিত থাকবে।