Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Gas Booking- এখন থেকে, আপনি খুব জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম Whatsapp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। ফলে অন্য কোনো অ্যাপ বা কোথাও কল করতে হবে না। আপনি শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে আপনার বাড়ির জন্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। একটু সময় নিয়ে এই আর্টিকেলটি পড়ুন, তাহলে গ্যাস সিলিন্ডার বুকিং এর জন্য আপনাকে ফোন করতে বা ডিলারের কাছে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। কারণ এখন থেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনি গ্যাস বুক করতে পারবেন।
আশ্চর্যজনক হলেও সত্য যে এবার ভারতে এলপিজি সিলিন্ডার গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা পেতে চলেছেন। ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়েছে। কিন্তু ভারতের সমস্ত এলপিজি সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলি এই সুবিধা প্রদান করছে না, শুধুমাত্র ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি সিলিন্ডার পরিষেবা প্রদানকারী ইন্ডেন (Indane) তাদের গ্রাহকদের জন্য এই পরিষেবাটি নিয়ে এসেছে। ফলস্বরূপ, আপনি শুধু আপনার ফোন খুলুন এবং একটি WhatsApp মেসেজ পাঠান, আপনার রান্নার গ্যাস বুক হয়ে যাবে। সময়মতো ডেলিভারিও পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
Tecno Spark Go 2024 স্মার্টফোন সস্তায় বাজারে লঞ্চ হয়েছে ডুয়েল ক্যামেরা সহ
Poco C50 ফোনটিকে ৪২% ছাড়ে অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে
দেশের অধিকাংশ এলপিজি সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাহকদের বিভিন্নভাবে গ্যাস বুকিং করার সুবিধা দিয়ে থাকে। একটা সময় ছিল যখন একজনকে ডিলারের অফিসে গিয়ে বুকিংয়ের জন্য নাম নথিভুক্ত করতে হতো। পরে এতে ফোন বুকিং সিস্টেম যুক্ত করা হয়।
বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানই গ্রাহকদের নিজস্ব নম্বর দিয়েছে, যেখানে কল করার পর নির্দেশনা মেনে কয়েকটি নম্বরে চাপ দিতে হয়। তারপর গ্যাস বুকিং করা হয়। তবে এর বাইরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনলাইনে গ্যাস বুক করা যায়। এছাড়াও ইন্ডেন এবং এইচপির মতো এলপিজি সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলি তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করার সুবিধা প্রদান করে। এবার সেই তালিকায় যুক্ত হল হোয়াটসঅ্যাপের নাম।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং (Gas Booking)
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করার জন্য, আপনাকে কেবলমাত্র সেই ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করতে হবে যা গ্যাস কানেক্সেনের সাথে লিঙ্ক করা আছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইন্ডেন গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন।
- প্রথমে WhatsApp এ 7588888824 এই নম্বরটি সেভ করেনিন।
- তারপর এই নম্বরের চ্যাট বক্স খুলুন।
- এবার REFILL লিখে পাঠান। আপনার গ্যাস বুক হয়ে যাবে।
- হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি বুকিং করার পরে কখন গ্যাস সরবরাহ করা হবে তা জানতে পারবেন। এর জন্য, চ্যাটে STATUS# এর সাথে অর্ডার নম্বরটি লিখে পাঠান যা বুকিংয়ের পরে আপনাকে দেওয়া হয়েছে।
- আপনি কখন গ্যাস ডেলিভারি পাবেন তা দেখিয়ে দেবে।
আরও পড়ুনঃ
প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone
Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে