5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldtrending tech news

Motorola Edge 40 Neo স্মার্টফোন বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই, দেখুন ফিচার

আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে লঞ্চ হতে পারে Motorola Edge 40 Neo স্মার্টফোন। এতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৫০ প্রসেসর এবং 8GB RAM ।

মোটোরোলা কোম্পানি তাদের Edge 40 সিরিজের পরিধি বাড়ানোর জন্য আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। এই সিরিজের অধিনে কোম্পানি Motorola Edge 40 Neo স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত এই স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফন্তিকে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি থাকছে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Motorola Edge 40 Neo স্মার্টফোন

গীকবেঞ্চ সাইট অনুসারে ফোনটির নাম হবে Motorola Edge 40 Neo। এই স্মার্টফোনটি সিঙ্গেল কোরে 3,559 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 8,508 স্কোর লাভ করেছে। এই আপকামিং ফোনটিতে ARM V8 অক্টাকোর প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই চিপসেটের পীক ক্লক স্পীড 2.50GHz। এতে গ্রাফিক্সের জন্য মালী-জি610 এমসি3 জিপিইউ থাকবে। এর থেকে ধারণা করা হচ্ছে যে এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1050 প্রসেসর বেবহার হতে পারে। এই সাইট অনুযায়ী এই ফোনে 7.27GB অর্থাৎ 8GB RAM থাকবে।

Motorola Edge 40 Neo এর সম্ভাব্য ফিচার

  • ডিসপ্লে: এতে 6.55 ইঞ্চির pOLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • র‍্যাম ও স্টোরেজ: 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • অপারেটিং সিস্টেম: ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 1050 প্রসেসর থাকবে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। যাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ip68 রেটিং, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi ইত্যাদি ফিচার থাকবে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ