৬ হাজার টাকার মধ্যে 5000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসতে চলেছে Gionee Max.
বিভিন্ন কোম্পানি বাজারে একের পর এক বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এবার বাজার ধরতে আসরে নামল জিওনি। চীনা কোম্পানি Gionee লঞ্চ করতে চলেছে তাদের বাজেট স্মার্টফোন Gionee Max. এই ফোনটিকে আগামী ২৫শে অগাস্ট ভারতের বাজারে লঞ্চ করা হবে।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।
Gionee Max স্মার্টফোনঃ
জানা গেছে যে, ২৫শে অগাস্ট দুপুর ২ টোয় ফোনটিকে লঞ্চ করা হবে। ভারতের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে এর বিক্রি শুরু হবে। ফোনটি ৫০০০এমএএইচ পাওয়ার ব্যাটারি নিয়ে লঞ্চ হবে। কোম্পানির দাবী অনুযায়ী ফোনটি ফুল চার্জে টানা ২৪ঘণ্টা গান শোনা যাবে বা ৯+ ঘণ্টা সিনেমা দেখা যাবে বা আপনি টানা ৪২ ঘণ্টা ফোনে কথা বলতে পারবেন। এছাড়া এর ফুল চার্জে আপনি একটানা ১২ ঘণ্টা গেম খেলতে পারবেন।
এই ফোনটির জন্য ফ্লিপকার্ট ওয়েবসাইট এ একটি আলাদা পেজ বানানো হয়েছে। ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে লঞ্চ হবে। Gionee Max ফোনের শীর্ষে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
Gionee-র এই ফোনটি ৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে বাজারে আসতে পারে। ফোনটির সবথেকে বিশেষ আকর্ষণ হল এর দাম। ফোনটি ৬০০০ টাকার মধ্যে লঞ্চ।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।