খুবই সস্তায় 6000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল Gionee P15 Pro স্মার্টফোন
গতকাল লঞ্চ হল Gionee P15 Pro স্মার্টফোন। Gionee স্মার্টফোন কোম্পানি তাদের এই নতুন বাজেট ফোনটিকে নাইজেরিয়ার বাজারে লঞ্চ করেছে।
জিওনি P15 Pro ফোনটি বাজেট রেঞ্জে বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনের প্রধান ফিচার হল এর ব্যাটারি যা 6000mAh এর। এছাড়া এতে রয়েছে 08 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এবং Android 11 অপারেটিং সিস্টেম।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক সাপোর্টের সাথে লঞ্চ হল IQOO Z3 স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার
Gionee P15 Pro ফোন ফিচার
এতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ এলসিডি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও 84.6 শতাংশ এবং স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি পেয়ে যাবেন। ফোনটি 3GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে বাজারে এসেছে। মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Gionee P15 Pro এর পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 02 মেগাপিক্সেল সেকেন্ডারী সেন্সর ও একটি AI লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 08 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ 108MP ক্যামেরাযুক্ত Redmi Note 10 Pro Max ফোনের আজ প্রথম সেল, রয়েছে 1,500 টাকার ডিস্কাউন্ট
অন্যান্য ফিচারের মধ্যে এতে দেওয়া হয়েছে Android 11 অপারেটিং সিস্টেম, Wi-Fi, GPS, Bluetooth, 4G নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়েল ন্যানো সিম, ও 3.5mm অডিও জ্যাক।
Gionee P15 Pro ফোনের দাম
জিওনি P15 Pro ফোনের দাম রাখা হয়েছে 58,900 নাইজেরিয়ান নাইরা, যা ভারতীয় মুল্যে প্রায় 10,600 টাকার মত। এই মূল্য ফোনটির 3GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।