RuPay Credit Card: এবার থেকে RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে Google Pay-এর সাহায্যে পেমেন্ট করা যাবে

Google Pay NCPI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া) এর সাথে অংশীদারিত্ব করেছে এবং এখন UPI পেমেন্ট-এ RuPay ক্রেডিট কার্ড বেবহার করা যাবে।

RuPay Credit Card

RuPay Credit Card: Google Pay NCPI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া) এর সাথে অংশীদারিত্ব করেছে এবং এখন UPI পেমেন্ট-এ RuPay ক্রেডিট কার্ড বেবহার করা যাবে। Google Pay ব্যবহারকারীরা Google Pay অ্যাপে তাদের RuPay ক্রেডিট কার্ডের বিবরণ আপলোড করে অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

UPI পেমেন্ট সিস্টেম ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ লোক ব্যবহার করে থাকে, এখন RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন বা অফলাইন পেমেন্ট করা যাবে।

ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের RuPay ক্রেডিট কার্ড অফার করছে। আগামী দিনে এসব ব্যাংকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Google Pay ছাড়াও, PhonePe এবং Paytm-এর মতো নেতৃস্থানীয় UPI অ্যাপগুলি শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে করা UPI পেমেন্ট সাপোর্ট করে। কিন্তু এবার থেকে ব্যবহারকারীরা সরাসরি RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন। এদিকে, ভিসা এবং মাস্টারকার্ডের মতো নেতৃস্থানীয় সংস্থাগুলির ক্রেডিট কার্ড UPI লেনদেন সাপোর্ট করে না। প্রথমবারের মতো RuPay ক্রেডিট কার্ড এখন থেকে UPI লেনদেন সাপোর্ট করবে।

RuPay Credit Card কিভাবে Google Pay অ্যাপে যোগ করবেন?

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version