এই বছরেই বাজারে আসতে চলেছে Google Pixel 8 স্মার্টফোনটি। যে কারণবশত বিগত বেশ কিছু সময় ধরে এই ফোনের লাইনআপ নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে সামনে আসা তথ্যগুলির মধ্যে কোনোটাই কিন্তু Google এখনও পর্যন্ত নিশ্চিত করেনি।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
এমনকি আপকামিং এই সিরিজের সম্ভাব্য লঞ্চের টাইমলাইন এই মুহূর্তে জানা যায়নি। তবে এক টিপস্টারের সৌজন্যে Google Pixel 8 ফোনের দাম এবং ফিচার সামনে এসেছে। iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার পরেই বাজারে আসতে পারে Google Pixel 8 স্মার্টফোনটি।
টিপস্টার যোগেশ ব্রার আসন্ন এই স্মার্টফোনের বিশেষত্ব সহ বিভিন্ন তথ্য সামনে নিয়ে এসেছে। তার দাবি অনুযায়ী, Apple iPhone 15 সিরিজ লঞ্চের এক মাস পর অর্থাৎ অক্টোবর মাসে টেক জায়েন্ট গুগল তাদের এই লেটেস্ট Pixel 8 সিরিজ স্মার্টফোনকে লঞ্চ পরিকল্পনা করছে।
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা
টিপস্টার যোগেশ ব্রার তার রিপোর্টে জানিয়েছেন যে, ভারতের বাজারে এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 53000 টাকা থেকে শুরু হতে পারে। আবার এই উচ্চতর ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে আনুমানিক 57 হাজার টাকার বেশি। আসন্ন ফোনটিকে আপগ্রেডেড ক্যামেরা ও ডিসপ্লে ফিচারের সাথে নিয়ে আসবে, যার জন্য এর দাম বেশি রাখার পরিকল্পনা করছে গুগল। আপনাদের জানিয়েদি যে Google Pixel 7 সিরিজের বেস ভ্যারিয়েন্টকে কোম্পানি 49330 টাকায় লঞ্চ করেছিল।
Google Pixel 8 ফোনের সম্ভাব্য ফিচার
গুগল Pixel 8 ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট সহ 6.17-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটি নতুন প্রজন্মের Android 14 অপারেটিং সিস্টেম দ্বারা চলবে।
পারফরম্যান্সের জন্য এতে আপকামিং Tensor G3 চিপসেট দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 8 স্মার্টফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4485mAh-এর ব্যাটারির দেওয়া হতে পারে।
ক্যামেরার জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এদিকে সেলফির জন্য থাকতে পারে 11 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার