Googlelatest techlatest tech newsTech News Banglatech news todaytrending tech news

Delete Gmail Account- আপনার পুরনো Gmail অ্যাকাউন্ট ডিলিট করতে চলেছে Google

আপনার Gmail অ্যাকাউন্ট এক সপ্তাহ পরে মুছে ফেলা হবে, Google থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত

Delete Gmail Account

Delete Gmail Account– একটি ভুলের ফলে আপনার বহু বছরের পুরনো Gmail অ্যাকাউন্ট মুছে যেতে পারে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত জিমেইল (Gmail) অ্যাকাউন্ট সক্রিয় নয় তারা সেই সমস্ত একাউন্ট মুছে ফেলবে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর ২০২৩ থেকে এই প্রক্রিয়া শুরু করতে চলেছে গুগল। গুগল এর জন্য জরুরি সময়সীমা বেঁধে দিয়েছে। হাতে বেশি সময় নেই, অন্তত এক সপ্তাহ।

আরও পড়ুনঃ

গুগল জানিয়েছে যে, যে সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলি দুই বছর বেশি সময় ধরে সক্রিয় নয় তা ডিলিট (Delete Gmail Account) করে ফেলা হবে। তবে যারা নিয়মিত জিমেইল, ডক্স, ক্যালেন্ডার এবং গুগল ফটো ইত্যাদি অ্যাপ ব্যবহার করেন তাদের চিন্তা করার কিছু নেই। এর জন্য নতুন নীতিমালা তৈরি করেছে গুগল। গুগলের মতে, যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না সেগুলো সাইবার হামলার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাই এই সিদ্ধান্ত।

আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছতে না চান, অবিলম্বে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তাহলে এটি পুনরায় সেট করেনিন। এছাড়াও সিকিউরিটি চেক করে টু ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার অন করুন। Google-এর এই সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তিগত Google অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করবে, স্কুল, প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এই নিয়ম লাঘু হবে না।

অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, Google এই ধরনের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার অনুরোধ জানিয়ে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি বা মেসেজ পাঠাবে। এদিকে টুইটার এর মালিক ইলন মাস্ক সম্প্রতি জানিয়েছেন যে, এক্স (টুইটার) অ্যাকাউন্ট, যা বহু বছর ধরে ব্যবহার করা হয়নি, তা মুছে আর্কাইভে সেভ করে রাখা হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button