Site icon Technology News

HapiPola Floral স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল দুর্দান্ত ফিচার সহ, দেখুন দাম

টেক কোম্পানি HapiPola ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন Floral স্মার্টওয়াচ, যা বিশেষ করে মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, 1.32 ইঞ্চির ডিসপ্লে এবং একাধিক হেলথ ও ফিটনেস ফিচার।

আরও পড়ুনঃ Amazfit POP 2 স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল, পাবেন ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ

ডিভাইসটির হেলথ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল মেনস্ট্রুয়াল সাইকেল এবং ওয়েল্ডবিং ট্র্যাকার ফিচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন HapiPola Floral স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

HapiPola Floral স্মার্টওয়াচটির ভারতীয় বাজারে দাম 9,999 টাকা রাখা হয়েছে। কিন্তু বর্তমানে এটি 3999 টাকা বিশেষ অফারে ক্রয় করা যাচ্ছে। এই স্মার্টওয়াচটিকে গ্রে, ব্ল্যাক, এবং প্যাস্টেল পিঙ্ক কালারে পাওয়া যাবে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন জনপ্রিয় আউটলেট থেকে কেনা যাবে।

আরও পড়ুনঃ Vivo Y76s (t1 Version) স্মার্টফোন 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ, দেখুন দাম

HapiPola Floral স্মার্টওয়াচ ফিচার

ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচারও সাপোর্ট সহ বাজারে এসেছে। এই ডিভাইসে রয়েছে 1.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা দিনের আলোতে স্বচ্ছভাবে দৃশ্যমান হবে। এর ডিসপ্লেটি গোলাকৃতির এবং এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ন ভাবে চলবে।

হ্যাপিপোলা স্মার্টওয়াচটিকে বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। তাই এতে রয়েছে প্রেগনেন্সি এবং ওভিউলেশন পিরিয়ড ট্র্যাকার ফিচার। সাথে পেয়ে যাবেন ব্লাড অক্সিজেন এবং হার্টরেট মনিটর ফিচার।

HapiPola Floral ঘড়িটি একক চার্জে 4 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। জল থেকে সুরক্ষিত থাকার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।

ঘড়িটিতে 100 টি ওয়াচফেস এবং 10টি স্পোর্টস মোড রয়েছে। ঘড়িটিতে পেয়ে যাবেন কলার আইডি এবং রিজেক্ট বাটন। এছাড়া রয়েছে রিমোট ক্যামেরা শাটার, মিউজিক কন্ট্রোল এবং এলার্ম ক্লক ফিচার। এই স্মার্টওয়াচে পিডিওমিটার, ডিসটেন্স ট্র্যাকার, স্লিপ মনিটার এবং ক্যালোরি কাউন্টার দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ Nokia T21 ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে 2K ডিসপ্লে, 8200mAh ব্যাটারি ও UNISOC T612 প্রসেসর
Exit mobile version