৬৫ হাজার টাকা দাম কমানো হয়েছে Harley-Davidson Street 750 বাইকের।
Harley-Davidson Street 750 Bike- Harley-Davidson কোম্পানির বিশেষ মডেল Street 750 এর দাম একধাক্কায় কমে গেল ৬৫ হাজার টাকা। যারা এই বাইক কিনতে ইচ্ছুক, তাঁদের কাছে এ এক সুর্বণ সুযোগ।
আরও পড়ুনঃ আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে নতুন ফোন নিতে চান তাহলে দেখেনিন তালিকা।
Harley-Davidson Street 750 Bike
আগে এই বাইকটির দাম ছিল মোট ৫ লক্ষ ৩৪ হাজার টাকা। নতুন করে ৬৫ হাজার টাকা দাম কমানোয় এবারে এই বাইকটির দাম পড়বে ৪ লক্ষ ৬৯ হাজার টাকা। এই অফারটি ভারতের সমস্ত Harley-Davidson ডিলারশিপে পাওয়া যাবে। টোকেন অ্যামাউন্ট হিসাবে ১০ হাজার টাকা দিয়ে কেনা যাবে Harley-Davidson Street 750 বাইক।
এর আগে BS6 স্ট্যান্ডার্ড ইঞ্জিন যুক্ত বাইকের ক্ষেত্রে কোম্পানি প্রায় ৫৬ হাজার টাকা দাম কমিয়েছিল। যার ফলে সেই বাইকের দাম ৬ লক্ষ ৫৫ হাজার টাকা থেকে কমে হয়েছিল ৫ লক্ষ ৯৯ হাজার টাকা।
এই বাইকটিকে আপনি সাদা, কালো, ও গ্রে রঙের মডেলে কিনতে পারবেন। এছাড়া বাইকটিকে একটি চকচকে গেরুয়া রঙেও কিনতে পারবেন কিন্তু এই বাইকটির দাম ৬৮ হাজার টাকা বেশি পড়বে।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।