5G5G SmartphoneBangla Tech NewsHonorlatest tech newslatest technology newsMobile PhoneNewsSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech world
Honor 70 স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, রয়েছে 54MP এর ট্রিপল ক্যামেরা
গত রাতে চীনে Honor 70 সিরিজ স্মার্টফোন লঞ্চ হয়েছে। বেস মডেল ছাড়াও, Honor 70 Pro এবং Honor 70 Pro+ এই সিরিজের অধীনে বাজারে এসেছে। এই সিরিজটি Honor 60 সিরিজের উত্তরসূরী।
Honor 70 ফোনে রয়েছে 54-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ 6.67-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, এবং 4,800mAh ব্যাটারি। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত।
Honor 70 তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,699 Yuan (ভারতীয় মুল্যে প্রায় 31,400 টাকা), 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 Yuan (প্রায় 34,900 টাকার মত)। আবার 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,399 Yuan (প্রায় 39,600 টাকার মত)।
ফোনটিকে ব্রাইট ব্ল্যাক, স্ট্রীমার ক্রিস্টাল, আইসল্যান্ড ফ্যান্টাসি এবং মো ইউকিং রঙে আনা হয়েছে। ফোনটিকে কবে অন্যান্য বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
Honor 70 ফোন ফিচার
Honor 70 ফোনে দেওয়া হয়েছে 6.67-ইঞ্চির ফুল HD+ OLED কার্ভড পাঞ্চ হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। সিকুরিটির জন্য এই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4,800mAh এর ব্যাটারি, 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফোনের পিছনে দুটি রিং রয়েছে, একটিতে ডুয়াল ক্যামেরা সেন্সর এবং অন্যটিতে ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। Honor 70 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলো হল 54 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে Qualcomm Snapdragon 778G Plus প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম, Wi-Fi, 5G নেটওয়ার্ক, Bluetooth, GPS, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।